বামপন্থিদের আসল পরিচয় ...

লিখেছেন লিখেছেন আফলাতুল হোসেন লিমন ০৫ এপ্রিল, ২০১৩, ০২:৪৮:৪৩ দুপুর

একদিকে সরকার বলেছে হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিতে কোন বাধা প্রদান করবেনা ...

আবার এদিকে সব ধরনের যান চলাচলও বন্ধ করে দিয়েছে সরকার ...

কি অবস্থা ...?

সরকার আবার গনজাগরন মঞ্চের বিরুদ্ধে গিয়ে কয়েকজন ব্লগারকে গ্রেপতার করল !

অন্যদিকে সরকারের অংগসংগঠনগুলোর বামপন্থি দলগুলো হরতালের ডাক দিল। এমন একটা সময় হরতালের ডাক দিল যখন কিনা হেফাজতে ইসলামের লংমার্চ শুরু ...

কেন বামপন্থিরা হরতাল দিল ? তাও আবার ছুটির দিনে ! কারনটা রাশেদ খান মেনন এর বক্তব্য থেকেই বুঝা যায় । তিনি বলেন “বাংলাদেশ কি আবার ইসলামিকীকরণের দিকে যাচ্ছে?”

হেফাজতে ইসলাম তো কোন রাজনৈতিক সংগঠন নয় ! তাদের লংমার্চের উদ্দেশ্য ছিল নাস্তিক ব্লগার দের আইনের আওয়াতায় নিয়ে কঠোর শাস্তি প্রদান ও সংবিধানে আল্লাহর নাম উঠিয়ে দেওয়ার প্রতিবাদ । কেন ? নাস্তিক ব্লগাররা আবার কি করল ? একসময় জানতাম নাস্তিকরা কোন ধর্মে বিশ্বাসী না , কোন ধর্মকে নিয়ে তারা কুটুক্তিও করেনা ! কিন্তু ব্লগে নাস্তিকরা ইসলাম , আল্লাহ ও মহানবী(সঃ) এর বিরুদ্ধে যে খারাপ ভাষায় লেখালেখি করেছে তাতে নাস্তিকরা তাদের নিজস্ব ধর্ম(বৈশিষ্ট)টাকে মিথ্যা প্রমান করেছে । নাস্তিক ব্লগাররা ইসলামকে কটাক্ষ করে কথা বলবে আর ইসলাম ধর্মলম্বীরা আঙ্গুল চুষবে ?

তার বিরুদ্ধে আন্দোলন নামে হেফাজতে ইসলামি নামে অরাজনৈতিক সংগঠন । কিন্তু বামপন্থি যে কারিশমা দেখাইতেছে তাতে তারা নিজেদের ইসলাম বিদ্বেষী পরিচয়টা সরাসরি দিয়েই দিল ।

এখানে অবশ্যই সরকারের একটা বিশেষ ভূমিকা আছে । বামপন্থিরা এত সাহস পায় কোথা থেকে ? সরকার ই তাদের কে সাহস যোগাচ্ছে ...

বামপন্থিরা যে নাস্তিক তা এ দু'এক দিনেই বুঝে গেলাম । আর নাস্তিকরা যে ইসলাম বিদ্বষী তাও বুঝতে পারলাম ...

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File