ডেক্সটপ এর ফাইল ও ফোল্ডার আইকনের চারপাশের কালার মুছে ফেলুন বা চেঞ্জ করুন সহজেই
লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৪ মার্চ, ২০১৩, ১০:২০:১৩ সকাল
বাংলাদেশে কম্পিউটার এর ব্যাবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কম্পিউটার ব্যাবহার করতে গিয়ে আমাদের নানা ধরনের ঝামেলায় পরতে হয় । তেমনি একটা ঝামেলা হচ্ছে ডেস্কটপের ফাইল ও ফোল্ডার আইকন গুলোর Background এ নিল বা অন্যকোন কালার চলে আশা । এতে দেখতে যেমন খারাপ লাগে তেমনি কোন ফাইল বা ফোল্ডার ক্লিক করে থাকলেও তা বুঝতে কষ্ট হয় । এ ঝামেলায় আমি ও পরেছি । অনেকেই হয়ত এটা জানেন , যারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম
অবশ্য, অনেকে আইকন গুলার নাম দেখতে ও বুঝতে সুবিধার জন্য আইকনের চারপাশে কালার ব্যাবহার করে থাকেন ।
চলুন তাহলে প্রথমে দেখা যাক কিভাবে কালার দেওয়া যায়
কালার দেওয়ার জন্য প্রথমে Mycomputer এর প্রপারটিজ এ ক্লিক করতে হবে
০২ এবার Advance > Perfomance Setting > visual effect এ যান এবং use drop shadows for icon labels on the desktop এ চেক তুলে দিয়ে Apply > ok দিন ।
এখন আমরা আইকন গুলার বেকগ্রাউন্ড কালার পরিবরতন করব
প্রথমে ডেক্সটপ এ রাইট বাটন ক্লিক করে প্রপারটিজ এ যান
এরপর Desktop > color এ ক্লিক করে আপনার পছন্দের কালার নিরবাচন করুন
আমি White দিলাম । Apply > ok দিয়ে বেরিয়ে আসুন । দেখবেন পরিবর্তন হয়ে গেছে
এবার আমরা ডেস্কটপ এর আইকন এর বেকগ্রাউন্ড এর কালার টা মুছে ফেলা দেখব
প্রথমে Mycomputer > properties > advance > performance setting > visual effect এ যান ।
এবার use drop shadows for icon labels on the desktop এ চেক করে দিয়ে Apply > ok দিন
দেখবেন ডেস্কটপ আইকন এর বেকগ্রাউন্ড এর কালার চলে গেছে ।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন