সেই একই

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ৩০ জুলাই, ২০১৩, ০৯:৫১:২৭ সকাল

সবাই বলাবলি করছে, সামনে নাকি ইলেকশন। খুশী হবো নাকি দুঃখিত হবো? নাকি ভয় পাবো? উতসবের আমেজ নাকি ....

ঘুরে ফিরে অবশ্য যে লাউ সেই কদু। সেই একই ভয় নিয়ে রাস্তায় বের হবো, সেই একই ট্রাফিক জ্যামে পড়ব, সরকারী অফিসে সেই একই ঘুষ, হয়তো রেট একটু বাড়তে পারে, আবারো বাস্র সামনের সেই মুদির দোকানদারকে এলাকার নতুন বা আগের বড় ভাইয়ের কাছে নাস্তা খাওয়ার টাকা দিতে হবে, মোড়ের সেই বড়া ফকিরটা সেই এক কাপড়ে বসেই ভিক্ষা করবে, মেডিক্যালের ফ্লোরে সেই মানুষের শুয়ে থাকবে আমানুষের মত, পুলিশের রাষ্ট্রীয় ব্যব্সাও চলবে রমরমা, সেই বুড়ো দাদু হয়তো তখনও কোর্টের দরজায় দাড়িয়ে থাকবে বিচারের আশায়, সেই মা ভয়ে ভয়ে দোয়া পড়ে ফু দিবে ছেলেটা স্কুলে যাওয়ার সময়, ভোটের রেজাল্ট জানার জন্য ২ মিনিটের জন্য থেমে সেই বেকার আবার হাটা শুরু করবে বুকে দীর্ঘশ্বাস আর হাতে জীনর্ ফাইল নিয়ে, মধ্যবিত্ত সেই আঙ্কেলটিও বাজারে গিয়ে মাছের দিকে তাকিয়েই চোখ ঘুরিয়ে নেবে মাথা ঘোরানো দামে, রিক্সাওয়ালার পেট আবারো খালি থাকবে কোন এক হরতালে, আবারো হবে সাভারের মত নতুন কোন ট্রাজেডী, দুর্নীতিতে হয়তো আবারো বিশ্বরেকডর্ করব, আবারো সাগর-রুনীর মত কেউ হয়তো কোরবানীয় গরুর মত জবাই হবে..আবারো....।

চোখ বন্ধ করে যদি কল্পনা করি নদীতে একটি নৌকা অথবা ধানের ক্ষেতে বাতাসে দুলছে কোন ধানের শীষ - মনে হয় কতই না শান্তি... কিন্তু...

নতুন কিছু হলে ভাল হতো। যদি না হয়, তাহলে হয়তো এমনই সব লাইন অসমাপ্ত থেকে যাবে কিছু ডট (..) দিয়ে......।



সংগৃহীত

বিষয়: রাজনীতি

১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File