বাস্তবতার অপেক্ষায় ..............
লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ১৭ জুন, ২০১৩, ১১:৫৪:১৮ সকাল
কোন এক দুপুরে সূর্যের আলোকে পাশে রেখে রেললাইনের ধারে তোমার হাত ধরে হেটে যাব সামনের দিকে, হাটতে হাটতে একটু ক্লান্ত হলে রেললাইনের উপরে বসবে তুমি , আমার মাথা থাকবে তোমার কোলে , তুমি তোমার তুলতুলে হাতের নরম আঙ্গুল আমার চুলের ফাকে ফাকে চালাবে, আমি স্বর্গ সুখের অনুভবে বাধ্য ছেলের মত নিরবে চোখ বুঝে তোমার হাতের স্পর্শ অনুভব করব। আস্তে আস্তে সূর্য যখন হেলে পড়বে পশ্চিমা আকাশে হঠাত মেঘের অভিমানী ছায়ায় হালকা অন্ধকার নেমে আসবে প্রকৃতির মাঝে আস্তে আস্তে শুরু হবে বৃষ্টি, দুজন দুজনের হাত ধরে হাটতে থাকব অজানা গন্তব্যে , যখন অঝোর ধারায় বৃষ্টি নাম্বে তখন তুমি আমাকে জড়িয়ে ধরবে তোমার বুকের মাঝে আর তখন আমি তোমাকে জড়িয়ে ধরে বলব “সত্যিই ভালোবাসি তোমায়” যার কোন শেষ নেই
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন