থেমে গেছে সে ঝড়

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৭ মে, ২০১৩, ০২:৪৪:৫১ দুপুর



এক সময় চায়ের দোখানে চায়ের কাপে চুমুখ দেওয়ার সাথে চলত নানারকম আলাপ-আলোচনা । সবার মুখে ঝড় উঠত বিভিন্ন বিষয় নিয়ে। কখনো রাজনৈতিক , কখনো জাতীয় , কখনো আন্তর্জাতিক আবার কখন ধর্মীয় ইস্যুতে আলোচনা-সমালোচনা হত। সবাই সবার নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে মতামত জানাত , কেউ মিথ্যা বা অসত্য বললে প্রতিবাদ হত । গাড়িতে বসলে কতকিছু নিয়ে আলোচনা হত। পথে হাটার সময় মন খুলে কথা বলা যেত ।



এখন সবই সৃতি মনে হচ্ছে

এখন আর শুনিনা চায়ের দোখানে কথার ফুলঝুরি

এখন শুনা জায় না গাড়িতে কোন আলাপ আলোচনা

এখন কেউ পথে সমালোচনা করতে পারে না

হয় না এখন আর খোলা আকাশের নিচে গুনগুনিয়ে গান গাওয়া

মনে হয়,

এই বুঝি পুলিশ এসে বলছে “YOU ARE UNDER ARREST”

তবুও বেছে আছি , জোড় করে চালাচ্ছি জীবনের চাকা ,

আশায় বুক বাধি, ফিরে পাব আগের সেই পরিবেশ

যেখানে থাকবে মতপ্রকাশের স্বাধীনতা , যে জার মত করে মতামত জানাবে ,

যেখানে থাকবেনা অকারনে গ্রেপ্তার হওয়ার ভীতি ,

আর আমি বুক উচিয়ে গর্ব করে বলব

“আমি বাঙালি,আমি গর্বিত , আমি বাঙালি, আমি গরবিত”





এক সময় চায়ের দোখানে চায়ের কাপে চুমুখ দেওয়ার সাথে চলত নানারকম আলাপ-আলোচনা । সবার মুখে ঝড় উঠত বিভিন্ন বিষয় নিয়ে। কখনো রাজনৈতিক , কখনো জাতীয় , কখনো আন্তর্জাতিক আবার কখন ধর্মীয় ইস্যুতে আলোচনা-সমালোচনা হত। সবাই সবার নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে মতামত জানাত , কেউ মিথ্যা বা অসত্য বললে প্রতিবাদ হত । গাড়িতে বসলে কতকিছু নিয়ে আলোচনা হত। পথে হাটার সময় মন খুলে কথা বলা যেত ।

এখন সবই সৃতি মনে হচ্ছে

এখন আর শুনিনা চায়ের দোখানে কথার ফুলঝুরি

এখন শুনা জায় না গাড়িতে কোন আলাপ আলোচনা

এখন কেউ পথে সমালোচনা করতে পারে না

হয় না এখন আর খোলা আকাশের নিচে গুনগুনিয়ে গান গাওয়া

মনে হয়,

এই বুঝি পুলিশ এসে বলছে “YOU ARE UNDER ARREST”

তবুও বেছে আছি , জোড় করে চালাচ্ছি জীবনের চাকা ,

আশায় বুক বাধি, ফিরে পাব আগের সেই পরিবেশ

যেখানে থাকবে মতপ্রকাশের স্বাধীনতা , যে জার মত করে মতামত জানাবে ,

যেখানে থাকবেনা অকারনে গ্রেপ্তার হওয়ার ভীতি ,

আর আমি বুক উচিয়ে গর্ব করে বলব

“আমি বাঙালি,আমি গর্বিত , আমি বাঙালি, আমি গরবিত”

বিষয়: বিবিধ

১৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File