বোশেখ মাসের পল্লীগ্রাম

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২২ এপ্রিল, ২০১৩, ১২:৪৩:০৮ দুপুর





বোশেখ মাসেই শুরু হয় কালবৈশাখী ঝড়

দমকা হাওয়াই উড়ে যায় কাঁচা বাড়িঘর

প্রবল বেগে বাতাস বয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া

মিটি মিটি সূর্যের আলো করে আসা-যাওয়া

সন্ধ্যার আগেই আকাশ কালো নামে অন্ধকার

রাখাল ছেলে ঘরে ফিরে, নিয়ে ছাগল – ষাঁড়

বজ্রপাতের শব্দে শিশু, ভয়ে কেঁদে উঠে

মাঝীমাল্লা শক্ত করে বাঁধে খেয়া ঘাটে

হঠাত হঠাত শুরু হয় প্রবল বেগে বৃষ্টি

কি অপূর্ব প্রকৃতির স্নান , জুড়ায় চোখের দৃষ্টি

রাস্তাঘাট কাদায় ভরা, ঘরে ফেরা দায়

তবুও ঘরে ফিরতে হয়, হয়ে নিরুপায়

মা কাকিরা চুলায় বসে ভানে বিচি – খই

ছেলেমেয়েরা সব উঠান জুড়ে করে হৈচৈ

আম পাকে জাম পাকে আরও কত ফল

গাছে গাছে ঘুরে বেরায় দুষ্টু ছেলের দল

গ্রীষ্মকালীন বন্ধ পেলে ছুটে মামার বাড়ি

খেলাধুলা দুষ্টুমি আর করে শুধু ঘুরাঘুরি

এভাবেই কাটবে বোশেখ এটাই তার রীতি

পল্লীগ্রামে বোশেখ কাটানো এখন অনেকটা সৃতি







বিষয়: বিবিধ

২২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File