কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ব্লক করুন Website ( পরিচিত সব ব্রাউসার এ কাজ করে )
লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২০ এপ্রিল, ২০১৩, ১১:৩৫:০৫ সকাল
বর্তমান ইন্টারনেট একটি বহুল পরিচিত শব্দ
Website গোলো হচ্ছে ইন্টারনেট এর প্রান , বর্তমানে কোটি কোটি Website আছে , কিছু কিছূ Website আছে আমাদের ব্লক করতে হয়।
আমি আজকে শেয়ার করব কিভাবে কোন প্রকার Software ছাড়া কিভাবে আপনি আপনার অপছন্দের Website গুলো ব্লক করবেন ।
অনেকে হয়ত জানেন, যারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট
তাহলে শুরু করা যাক।
প্রথমে আমাদেরকে C:\WINDOWS\system32\drivers\etc এ যেতে হবে ।
০২. এবার hosts নামক ফাইল টি Notepad অথবা অন্য কোন এডিটর দিয়ে খুলতে হবে
০৩.এবার এ ফাইলটির শেষে “127.0.0.1” লিখে আপনি যে Website ব্লক করতে চাচ্ছেন তার এড্রেস লিখতে হবে ।
০৪. এবার ctrl+s চেপে অথবা File>save এ ক্লিক করতে হবে
০৫. এবার জেকোন ব্রাউসার দিয়ে আপনি ব্লক করা ওয়েবসাইটে ভিসিট করে দেখুন ।
০৬. এভাবে আপনি আপনার ইচ্ছেমত জেকোন website ব্লক করতে পারেন ।
বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন
সবাইকে ধন্যবাদ ।
বিষয়: বিবিধ
১৬০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন