অফিসে গরমকালে ইন করে শার্ট-প্যন্ট ও টাই – সুট আর সু পরা কেন অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে রিট !!!!!!!!!!

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ১৩ এপ্রিল, ২০১৩, ১১:৫৮:৪২ সকাল

অফিসে গরমকালে ইন করে শারট-প্যন্ট ও টাই – সুট আর সু পরা কেন অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে রিট !!!!!!!!!!



...

লুঙ্গির সাথে বাংলাদেশের আপাময় জনগন খুব ভালভাবে পরিচিত , বলা যায় লুঙ্গি ছাড়া আমরা একদিন ও চলতে পারিনা , আমরা লুঙ্গির উপকারিতা সম্বন্ধে সবাই অবগত , লুঙ্গির উপকারিতা গুলো হল

০১. ইহা পরতে খুব সহজ , কোন ঝামেলায় পরতে হয়না

০২. বিছানায় এর ব্যাপক সুযোগ – সুবিধা পরিলক্ষিত হয় ( বিস্তারিত বুঝে নিয়েন )

০৩. ইহা হাওয়া চলাচলে সহায়তা করে , গরমের দিনে ভাল কাজ দেয়

০৪. বাথরুমে ইহা অনেক ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দান করে

০৫. মুসলমানি করা হলে লুঙ্গি ই একমাত্র ভরসা

০৬. প্যন্ট বদলানোর কাজ লুঙ্গি দিয়ে সারতে হয়

০৭. শরীরের নিচের অংশ ঠান্ডা রাখতে লুঙ্গির কোন বিকল্প নাই

.

এবার কাজের কথায় আসি , আমাদের দেশের বর্তমান ভদ্র সমাজ লুঙ্গি কে নিয়ে ব্যপক বিসেধাগার করছেন , কোন কোন জায়গায় লুঙ্গি পরে বের ও হওয়া যাবেনা , এমন কি লুঙ্গিপরা রিক্সা ওয়ালা ও অইজায়গায় জেতে পারবে না । কিন্তু একবার ভেবে দেখুন তো লুঙ্গি পরে যদি অফিসে যায় তা হলে আমাদের কত সুবিধা হয় ।

০১. গরমে আরামে থাকতে পারব ,

০২. কাপড় পরতে সময় কম লাগবে ,

০৩. আবহাওয়ার সাথে শরীরের

০৪. সামঞ্জস্যতা বজায় থাকবে

উপরোক্ত সুবিধাদি বিবেচনা করে অফিসে গরমকালে ইন করে শারট-প্যন্ট ও টাই – সু পরা কেন অবৈধ ঘোষণা করা হবেনা এবং লুঙ্গি পরা কেন বাধ্যতামূলক করা হবেনা তা জানতে চেয়ে রিট জারি করা হোক ।

.

আপনারা কি বলেন ? মতামত জানান।

আপাময় জনসাধারনের পক্ষে আমি

বিষয়: বিবিধ

১৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File