-- নবীন বন্দনা --

লিখেছেন লিখেছেন কাজী সাগর ২৫ মার্চ, ২০১৩, ০৫:৩৯:১০ বিকাল

জয় চির জয় নব নবীনের জয় ,

গতিময় চির সঞ্চয় দৃঢ় বল ।

প্রবীণের লয় পথ মাঝে হয় ক্ষয় ,

ভয় ভীতিময় শঙ্কিত মনোবল ।

জাগে তারুণ্য অরুণের প্রভা দল ,

রেগে ওঠে বীর গর্জনে দুর্বার ।

ওরা দূর্বল ,গতিহীন নিশ্চল ,

পশ্চাত দল গতি ভেঙে চুরমার ।

মন্থর ওরা থরথর কাঁপে ভয়ে ,

প্রাণ শঙ্কায় শঙ্কিত কম্পিত ।

চঞ্চল ওরা ছুটে ঝড় গতি লয়ে ,

গিরি ,মরুপথ জয় করে দম্ভিত ।

কান্ডারী ওরা যৌবন রসে ভরা ,

বিপ্লবী ওরা অধীর চপল বীর ।

পশ্চাতে যত বৃদ্ধ ,জীর্ণ জরা ,

শৃঙ্খলে পড়ে অবনত চির শীর ।

ধন্য পৃথিবী ধন্য ;জেগেছে রবি ,

এলো চঞ্চল গতি নিয়ে পৃথিবীতে ।

পদাঘাতে হল শুদ্ধ ,স্বচ্ছ সবি ,

হাসিমুখে এলো নিজ প্রাণ বলি দিতে ।

বিষয়: সাহিত্য

১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File