-- অপমৃত্যু -- ( সাভারের অসহায় প্রাণগুলোর হয়ে উতসর্গীত )

লিখেছেন লিখেছেন কাজী সাগর ২৬ এপ্রিল, ২০১৩, ১০:৫৫:৫২ রাত

চাইনা তবে সে মৃত্যু বিধাতা আমি

কেড়ে নাও এক নিমেষে জগত স্বামি

তিলে তিলে হানে খানখান করে প্রাণ

অপমৃত্যু না মৃত্যুকে কর দান ।

মৃত্যু !সে এক অপ্রিয় সত্য বাণী

কে চায় লভিতে এমন কাল-কে টানি ?

শোনো যদি এই বিষাদ আর্তনাদ-

কেন দাও তবে তিক্ত মৃত্যু স্বাদ ?

স্রষ্টা কি শোনো সৃষ্টির চিত্‍কার ?

দিয়ে যাই কেন জীবনেরে ধিক্কার ?

করুণাময় হে- করুণা করনি তুমি

চাইনা তবে এ ক্ষুব্ধ জগতভূমি ।

পাথর মুরতী প্রকাশিছো কার তরে ?

পাপ-তাপহীন অসহায় প্রাণ পরে

এ কি অভিশাপ ?নাকি অবলীলা বিধি ?

সন্তরিছে এ ক্ষীণ প্রাণ মাঝ নিধি ।

প্রলাপিছে আজ কত না প্রশ্ন মনে

আন্দোলিছে এ হ্বদয় ভীষণ বনে

ক্ষণে ক্ষণে রণে উঠছে নাভিশ্বাস

মৃত্যুর নয় অপমৃত্যুর ত্রাস !

কেন তবে আজ তিক্ত নিদ্রা ঘুমি ?

প্রশ্নের পর প্রশ্নবিদ্ধ তুমি

চাইনা তবে সে মৃত্যু বিধাতা আমি

কেড়ে নাও এক নিমেষে জগত স্বামি ।।

বিষয়: সাহিত্য

১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File