আমরা শক্তি আমরা বল -আমরা ছাত্রদল
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ হেইচ রাহমান ৩০ মার্চ, ২০১৩, ০১:০৫:৩৩ রাত
জাতীর ভবিষ্যৎ যারা তাদেরকে যদি আমরা ধ্বংস করে দেই,তাহলে আর কিছুই বাকি থাকেনা।শ্রুতের অনুকূলে দাড় টানা বড়ই কথিন।মুক্তি সংগ্রাম আন্দোলনে ছাত্ররা ছাড়া আর কেউ জয়ী হতে পারেনি,পুরোপুরি না বললেও ৫২এর ভাষা আন্দোলন স্বীকার করবেন।আগের অনেক ক্ষমতাবান চেয়েছিলেন ছাত্রদের নির্মূল করতে,কিন্তু এখন তাঁরা অবহেলায় আর লাঞ্ছনায় দিন কাতাছছেন।কেউ তাদের দেখেনা।কারন আল্লাহ্ রাব্বুল আলামিন বলেছেন-পড় ! তোমার প্রভুর নামে,যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
সুতরাং ছাত্ররা প্রভুর আদেশ মান্য করছে,আর যারা প্রভুর আদেশ মানে,তাদের সাথে তিনি আছেন।তাই ছাত্রদের পিছু ধাওয়া ছেড়ে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে জান,আজকে এটাই মানুষের চাওয়া।
বিষয়: রাজনীতি
১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন