চেতনা (টি ২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপেক্ষিত ও অপমানিত আমার প্রিয় শিল্পি তাহসানের উদ্দেশ্যে)

লিখেছেন লিখেছেন মানিক ১৪ মার্চ, ২০১৪, ০৩:৪৭:৫৯ দুপুর

চেতনার বাড়াবাড়ী

চেতনার কড়াকড়ি

চ্যতনায় মোরা উদ্ভ্রান্ত।

চেতনায় কথা কয়

চেতনায় গান গায়

চ্যাতনায় গিলেখায় সীমান্ত

চেতনার নীল বীষে

আশা ধুলি সাথে মিশে

বিভেদের রেখা হয় পূর্ণ

চেতনার শত কথা

চেতনার কথকতা

চ্যাতনার পশ্চদ যাত্রা

হায় হায় চেতনায়

পশ্চাতে চেয়ে রয়

আগামীর নেই কোন ভাবনা

খুনিদের লাফা লাফি

লুটেরার দাপাদাপী

চ্যাতনার দুই চোখ বন্ধ

চেতনার আমদানী

নহে কোন রপ্তানী

চ্যাতনার অদ্ভুত বাণিজ্য।।

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192149
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
নীল জোছনা লিখেছেন : সুন্দর লাগলো চেতনাকে নিয়ে কবিতাটা।
১৪ মার্চ ২০১৪ রাত ১০:২২
143170
মানিক লিখেছেন : ধন্যবাদ উৎসাহিত করার জন্য।
192158
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৭
কথার কথা লিখেছেন : দারুণ লিখেছেন।
১৪ মার্চ ২০১৪ রাত ১০:২৩
143171
মানিক লিখেছেন : অনেক ধন্যবাদ।
192207
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
১৪ মার্চ ২০১৪ রাত ১০:২৫
143172
মানিক লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। কষ্ট করে পড়ার জন্য এবং মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
192240
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
হতভাগা লিখেছেন : মাইলস্‌ , সোলস্‌ গেল তল

তাহসান বলে কত জল

তাহসানদের মত শিল্পীরা গান গাইবার জন্য আমন্ত্রন যে পেয়েছে এটাই তো বহুত ।

বাংলাদেশীদের সবাই যদি গান গাওয়ার সুযোগ পেত তাহলেও সে সুযোগ পেত কি না সন্দেহ আছে ।

এখন ম্যাক্সিমাম বাংলাদেশী গায়করাই গান গাওয়ার সুযোগ না পাওয়াতে তাহসানের মত বটম লাইনের সিঙ্গাররা ভাব মারতে শুরু করেছে । ভাব মেরে এক ঝটকায় রুনা-বাচ্চুদের কাতারে আসতে চাইছে ।
১৪ মার্চ ২০১৪ রাত ১০:৪৬
143173
মানিক লিখেছেন : কিম্ভুত চ্যাতনার কাছে রুনা-সাবিনা, লালন-হাসন, বাচ্চু-আসিফ থেকে শুরু করে তাহসান পর্যন্ত সবাই উপেক্ষিত আর অপমানিত হয়েছে। উপেক্ষিত হয়েছে ১৬ কোটি মানুষ। অপমানিত হয়েছে লাখ শহীদের রক্তে কেনা সোনার বাংলাদেশ। চ্যাতনার আর কী কী চমক দেখতে বাকী আছে আল্লাই ভাল জানে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File