বিরোধী দলের গুটি কয়েক সদস্য সংসদ কক্ষের এক কোণায় বসে বসে প্রতিপক্ষের আশালীন গালীগালাজ ক্রমাগত ভাবে হজম করতে থাকলেই কী আমাদের সকল জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে?????????????????????
লিখেছেন লিখেছেন মানিক ২০ মে, ২০১৩, ১১:৪৪:১৯ সকাল
বিএনপির নেতারা এসব ব্লগ ফ্লগ পড়েন কিনা জানি না। ইদানিং সুশিলেরা বিএনপির সংসদে যাওয়া না যাওয়া নিয়ে মিডিয়াতে বেশ সরব। বিরোধী দলের সংসদে নিয়মিত উপস্থিত না থাকার অপরাধের আড়ালে তারা আওয়ামী লীগের সব আপকর্ম আর দুঃশাসনকে আড়াল করে দিতে চায় ।শুধুমাত্র পদ রক্ষার জন্য সংসদে যোগদানের বিষয়েও তাদের ঘোরতর আপত্তি। বিরোধী দলের পদরক্ষার্থে সংসদে যোগদান বিষয়কে দুর্নীতি হিসাবে প্রচারনা চালাতে তারা এখন মহা ব্যাস্ত। তাদের কথা শুধু পদ রক্ষার্থে সংসদে যোগ দিয়ে কী লাভ?
লাভ তো আছে। বিরোধী দল পদ গুলি রক্ষা করে চলেছে বলেই তো কাগজে কলমে অন্তত বহুদলীয় সংসদীয় গণতন্ত্র শব্দটা এখনো প্রসঙ্গীক আছে।
যেখানে বিরোধী দলের অফিস অবরুদ্ধ/ তালাবদ্ধ! ভিন্ন মত প্রকাশের, প্রতিবাদের নুন্যতম গণতান্ত্রীক অধিকার নাই! মিথ্যা মামলায় জড়িয়ে জাতীয় নেতাদেরকে পঁচিয়ে মারা হচ্ছে জেলের মধ্যে। গণ মামলা, গণ গ্রফতার, গণ হত্যা! বৈধ দাবী নিয়ে রাস্তায় নামলেই কপালে জুটছে তাজা বুলেট! সীমাহীন দুর্নীতি, দলীয়করণ, আপশাসন। রাষ্ট্র পরিচালনার কোন পর্যায়েই বিরোধী মতের বা দলের সামান্যতম যেখানে প্রবেশাধিকার নাই। সব খানেই সরকার দলের একক কতৃত্ববাদী্, সৈরতান্ত্রীক রাজনৈতিক আধিপত্য। দেশ চলছে একক দলীয় নয়, এক ব্যক্তির স্বেচ্ছাচারী শাসনে। সেখানে রাষ্ট্র পরিচালনায় জাতীয় সংসদের কার্যকর ভুমিকার জায়গা কোথায়? এমতাবস্থায়, বিরোধী দলের গুটি কয়েক নাদান সদস্য সংসদ কক্ষের এক কোণায় বসে বসে প্রতিপক্ষের আশালীন গালীগালাজ ক্রমাগত ভাবে হজম করতে থাকলে জাতীর কী লাভ হবে তা আমার মাথায় আসে না। নির্বাচিত হয়ে আসলেই কী সরকার গণতান্ত্রীক হয়?
বিষয়: রাজনীতি
১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন