11; not 3,000

লিখেছেন লিখেছেন মানিক ০৯ মে, ২০১৩, ০৫:০৮:১১ বিকাল



অবশেষে ০৬ মে ভয়াল মধ্য রাতের গণহত্যার নায়কেরা বীর দর্পে সামনে আসলেন। সাহাস্য বদনে তামাশার ছলে কেচ্ছা বর্ণনা করলেন জাতীর সামনে। Civil Servent মিঃ বেনজীর একজন সাধারণ নাগরীক হিসাবে আমার কয়েকটা সরল প্রশ্নের জবাব দিবেন কী



► ধরে নিলাম আপনার কথাই ঠিক, 11; not 3,000।

ওই ১১ জন ইবাদত রত/ঘুমন্ত নিরস্ত্র শান্তিপ্রিয় ওই ১১ জন নিরিহ মানুষকে বাতি নিভিয়ে অন্ধকারে গুলি করে মারার অধিকার আপনাকে কোন আইন দিয়েছে ?

►১১ জনের লাশ কী সনাক্ত করে আপনি সম্মানের সাথে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন?

► কোন প্রণঘাতী অস্ত্র আপনারা সেখানে ব্যবহার করেন নাই, তাহলে আপনার হিসাবের ওই ১১ জন কিভাবে মারা গেল?

►কেন আপনারা বাতি নিভিয়ে দিয়েছিলেন ?

►কেন আপনারা গভির রাতে শান্ত সমাবেশে ঘুমন্ত মানূষের উপর হামলা করলেন?

► বায়তুল মোকাররম, তোপখানা রোড, বিজয় নগরসহ আন্যান্য এলাকায় সকাল ১১টা থেকে আপনারা বৃষ্টির মতো মুষল ধারে গুলি বর্ষণ করেছেন! কেন?

► সাংবাদিকসহ সবাই দেখেছে, অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্য দিবালকে সরকার দলীয় ক্যাডারদেরকে গুলি করে মানুষ মারতে। আপনারা দেখেন নাই কেন ?





► দৈনিক বাংলা থেকে সাপলা চত্ত্বর সহ গোটা মতিঝিল এলাকায় বেলা ০২টা থেকে রাত ০২টা পর্যন্ত হেফাজতের কর্মীদের দখলে ছিল। ঐ এলাকায় কত শত ব্যংকের শাখা। কোথাও কোন ব্যংক লুট বা চুরির প্রমাণ আপনার কাছে আছে?

► তাহলে কেন হামলা চালালেন?

►দিনের আলো ফুটবার আগেই সব আলামতইবা কেন গায়েব করে দিলেন?

আরো অনেক প্রশ্ন আছে!

সব প্রশ্নের জবাব আপনাদেরকে একদিন অবশ্যই দিতে হবে। এটা সামন্ত বা ঔপনিবেশিক যুগ নয় যে পার পেয়ে যাবেন?

►নিহত ৩০০০ জনের স্বজনেরা আপনার কাছে লাশ চাইতে আসে নাই!

মিঃ বেনজীর, তারা গ্রামের খেটে খাওয়া নিরন্ন মানুষ। তারা তাদের ঘামের পয়সায় পরিচালিত আলিশান ডিএমপি অফিসের ঠিকানা এখোনো জানে না। তাদের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়ে সাবসিডাইজড রেটে পড়াশুনা করে, তাদের টাকায় বেতন, রেশন,দামী গাড়ী, নরম গদির চেয়ারে বসা আপনার মতো বড় কর্তাদের কাছ পর্যন্ত পৌছবার কানেকশন বা যোগ্যতা তাদের নাই।

তবে আপনার অফিসের ঠিকানা আর আপনাদেরকে তারা খুজতে শুরু করেছে! অল্প দিনেই তারা পেয়ে যাবে আশা করা যায়।

শাপলা চত্ত্বরে রাতের আধারে ঈমান রক্ষার আন্দোলনে শাহাদাত বরণকারী হাজার হাজার শহীদানের স্বজন এখন দেশের কোটি কোটি তৌহিদী জনতা। গভীর বেদনা আর ক্ষত নিয়ে তারা খুজে ফিরছে তাদের হারিয়ে যাওয়া স্বজন। শুধু বাংলাদেশে নয়, প্রচ্য, মধ্যপ্রাচ্য, ইওরোপ, এশিয়া, আফ্রিকার মুসলমানেরাও হারিয়েছে তাদের স্বজন।

শুধু মুসলমান কেন, পৃথিবীর মুক্তিকামী প্রগতী আর মানবতাবাদী মানুষেরাও নিরপরাধ মানব সন্তানকে রাতের আধারে হারিয়ে ফেলেছে।

তারা সবাই লাশ ফেরত চাইবে। অপনাকে- আপনাদেরকে হিসাব বুঝিয়ে দিতেই হবে! প্রস্তুতি গ্রহণ করুন!

বিষয়: রাজনীতি

২৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File