আজ জামাত নেতা মোঃ কামারুজ্জামানের রায়ের দিন ধার্য করা হয়েছেঃ আওয়ামী মতলববাজীর আর এক অদ্ভুত নমুনা ।

লিখেছেন লিখেছেন মানিক ০৯ মে, ২০১৩, ০১:৪৪:১৫ দুপুর



► শেখ হাসিনার সোনার ছেলে রানার কির্তী চাপা দেয়া হলো শাপলা চত্ত্বরে হাজারে হাজার হক্কানী আলেম ওলামার লাশের নিচে।

► শপলা চত্ত্বরে এবাদতরত আর মন্ত আলেম ওলামার উপর নির্বিচার ভয়ংঙ্কর গণহত্যা চাপা দিতে আজ জামাত নেতা মোঃ কামারুজ্জামানের রায়ের দিন ধার্য করা হয়েছে।

► জামাত নেতা মোঃ কামারুজ্জামানের রাজনৈতিক উদ্দেশ্য প্রোণদিত রায়ের বিরুদ্ধে গণমানূষের ক্ষোভ-বিক্ষোভকে চাপা দিতে আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বমোট ১৩,০৩,২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ ভাগের উপরে পাশ করেছে। লক্ষ, লক্ষ্য পরীক্ষার্থী, তাদের পরিবার, বিদ্যালয়, স্বজন সবার উচ্ছাসের নিচে সরকার চাপা দিতে চায় মোঃ কামারুজ্জামানের রাজনৈতিক উদ্দেশ্য প্রোণদিত রায়ের কষ্ট।

►বিডিআর হত্যার কষ্ট

সোনালী ব্যংক লুটের কষ্ট

থলের কালো বিড়ালের কষ্ট

পদ্মা সেতু গেলার কষ্ট

ইলিয়াস আলী গুমের কষ্ট

২৮ তারিখ লাশের কষ্ট

শেয়ার বাজার লুটের কষ্ট

আমারদেশ ভাঙ্গার কষ্ট

দিগন্তের আলো নেভার কষ্ট

মাহমুদুর রহমানের কষ্ট

আরো কত শত কষ্ট আমরা ভুলো বাঙালী, চাপা পড়ায় ভূলে গেছি!

আর কতো রাজনৈতিক ভেলকী খেলা দেখব আমরা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর।

বিষয়: রাজনীতি

১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File