হুরপরী, বানু, এলিজাবেথদের হাত থেকে জাতীর বাচাঁর রাস্তা কী?

লিখেছেন লিখেছেন মানিক ২৭ এপ্রিল, ২০১৩, ০৯:১০:৩৪ রাত







সাভার ট্রাজেডীতে নিহত এবং আহত সকল শ্রমজীবী ভাই বোনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সাথে সাথে উপরোক্ত ইবলিস এবং তাদের গডফাদারদের হাত থেকে জাতীর মুক্তি প্রত্যাশা করছি।

হুরপরীর চুলকানী মূলক একটি লেখার জবাব দিতে গিয়ে নিচের কথাগুলি লেখা। এতো দুঃখের মধ্যেও ভাব লাম আপনাদের সাথে শেয়ার করিঃ

সেদিন মিরপুর থেকে আসছিলাম। চন্দ্রীমা উদ্যানের পাশে সিগনালে গাড়ি থামল। আবহাওয়া ছিল দারুন গরম,বেশ খানিকটা রাত। রাতের ঢাকার সৌন্দর্য আর প্রাকৃতিক বাতাস উপভোগের জন্য গাড়ির গ্লাস নামানো ছিল। সিগনালে গাড়ী থামতেই এক উদ্ভ্রান্ত রে রে করতে করতে এগিয়ে এলো আমার দিকে। খোলা জানালা দিয়ে বাম হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললঃ দে! তার ডান হাতে মানব বিষ্ঠা জাতীয় দুর্গন্ধযুক্ত আবর্জনা। সে বললঃ ট্যাকা দে, নাইলে দিলাম মাখাইয়া।

ঘটনার আকশ্মিকতায় আমি হতচকিত হয়ে পড়লাম। আগন্তককে একবার পাগল, একবার অসহায়, আর একবার চরম ধান্দাবাজ মনে হতে লাগল। কড়া করে একটা ধমক লাগিয়ে গাড়ির গ্লাস তুলে দিলাম। ততোক্ষনে সিগনাল ছেড়ে দেওয়ায় ধান্দাবাজ পাগলের হাত থেকে পালিয়ে বেচেছিলাম। কিন্তু হুরপরী, বানু, মনের কোঠা, এলিজাবেথদের মতো জ্ঞান পাপী, মতান্ধ, ধান্দাবাজদের খপ্পর থেকে অসহায় দেশবাসী কিভাবে বাচবে আমার জানা নাই।

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File