মূল সমস্যা হচ্ছে আমরা মুসলমান
লিখেছেন লিখেছেন মানিক ২২ এপ্রিল, ২০১৩, ১১:৪৭:৩০ রাত
আমার বিবেচনায় মূল সমস্যা হচ্ছে আমরা মুসলমানের ঘরে জন্ম নেয়া কেউ হাফ, কেউ ফুল মুসলমান। কেউবা শুধুই নামে, কেউ সেকুলার, কেউ ভয়ঙ্কর ইসলাম বিদ্যেষী নাস্তিক। সবাই মিলে আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ্য তৃতীয় বিশ্বের একটি উন্নয়ন কামী দেশ। যার মৌলিক অর্থনৈতিক, প্রশাসনিক কাঠামো শতাব্দী পুরাতন ব্রিটিশ ঔপনিবেশিক আমলের। আমাদের সমস্যা আপাদমস্তক। একবিংশ শতাব্দীর উন্নত সভ্যতা, সুশিল মিডিয়া, অর্থনৈতিক, সামাজিক, মানবিক অধিকার আমাদের জন্য নয়। সবাই আমাদের শত্রু। কেউ প্রকাশ্য, কেউবা ছদ্মবেশী ভয়ঙ্কর শত্রু। আমাদের ঘরে শত্রু, বাইরে শত্রু।
আমরা অহিংস গণতান্ত্রীক আন্দোলনে গেলে, মেধা, ধৈর্য আর দায়িত্বশীলতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেও আমাদেরকে পিশে মারা হয় নির্মম ভাবে।
আত্মপরিচয় নিয়ে বেচে থাকবার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ালে আমাদের গায়ে সেটে দেওয়া হয় জঙ্গীবাদের ভয়ঙ্কর লেভেল। তখন আমাদের দিকে ধেয়ে আসে রণতরী, যুদ্ধবিমান, ক্লাস্টার বোমা, ড্রোন ইত্যাদি ইত্যাদি।
বিষয়: রাজনীতি
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন