কয়েকটি জটিল প্রশ্নের সরল উত্তর
লিখেছেন লিখেছেন মানিক ০৮ এপ্রিল, ২০১৩, ০৩:৪১:৩০ দুপুর
প্রাশ্নঃ ১ আওয়ামী লীগ সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (Top Priority) বিষয় কোনটি?
উত্তরঃ যুদ্ধাপরাধীদের বিচার।
প্রাশ্নঃ ২ বাংলাদেশে কী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে?
উত্তরঃ না। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে না।
প্রাশ্নঃ ৩ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশেষ যে ট্রাইব্যুনাল গঠন করেছে তার সর্বশেষ নাম কী?
উত্তরঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রাশ্নঃ ৪ ১৯৭১ সালে আমরা জামাত শিবিরের বিরুদ্ধে না পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম?
উত্তরঃ পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম।
প্রশ্নঃ ৫ ১৯৭১ সালে কারা বাংলাদেশের মানুষকে হত্যা ও নির্যাতন করেছিল?
উত্তরঃ পাক সেনারা।
প্রশ্নঃ ৬ বন্দুক, কামান, মেশিনগান, ট্যাঙ্ক, বোমারুবিমান, টাক বোট, সাবমেরিন চালনায় জামাত-শিবির-রাজাকাররা নাকি পাক সেনারা বেশী পারদর্শী ছিল?
উত্তরঃ পাক সেনারা।
প্রশ্নঃ ৭ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী যখন বন্দুক, কামান, মেশিনগান, ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নেমেছিল তখন জামাত-শিবিরের লোকেরা না পাক সেনারা গুলি চালিয়েছিল?
উত্তরঃ পাক সেনারা গুলি চালিয়েছিল।
প্রশ্নঃ ৮ নিয়মিত অনুশীলন, মহড়ায় অংশ নেয়ার কারণে পূর্ব পাকিস্তানের রাস্তাঘাট পাক সেনাদের কাছে পরিচিত ছিল কী?
উত্তরঃ হ্যাঁ ছিল।
প্রশ্নঃ ৯ পূর্ব পাকিস্তানের রাস্তাঘাট চিনবার জন্য জামাত-শিবিরের সহায়তা পাক সেনাদের প্রয়োজন ছিল কী?
উত্তরঃ না।
প্রশ্নঃ ১০ পাকিস্তানী সেনাবাহিনীর কাছে কী পূর্ব পাকিস্তানের বিস্তারিত ম্যাপ ও যুদ্ধ পরিকল্পনা ছিল?
উত্তরঃ ছিল।
প্রশ্নঃ ১১ পূর্ব পাকিস্তানের সকল বিষয়ে তথ্যাদি সংগ্রহ ও বিশ্লষনের জন্য পাকিস্তান সেনা বাহিনীর কী গোয়েন্দা ও গুপ্তচর কার্যক্রম ছিল?
উত্তরঃ হ্যাঁ ছিল। ISI এর মতো শক্তিশালী গোয়েন্দা সংস্থা ছিল।
প্রশ্নঃ ১২ পাক সেনারা ISI এর নাকি জামাতীদের গোয়েন্দা তথ্য বিশ্বাস করত?
উত্তরঃ ISI এর।
প্রশ্নঃ ১৩ ১৯৭১ সালে কারা গণহত্যা ও নির্যাতন চালিয়েছিল?
উত্তরঃ পাক হানাদার সেনারা।
প্রশ্নঃ ১৪ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন সেনা কর্মকর্তার কাউকে কী বর্তমানে বিচারের আওতায় আনা হয়েছে?
উত্তরঃ না।
প্রশ্নঃ ১৫ প্রকৃত যুদ্ধাপরাধীদেরকে বিচারের বাইরে রেখে যুদ্ধাপরাধ বিচারের নামে সরকার জাতীর সাথে, তরুণ প্রজন্মের সাথে কী প্রতারণা করছে?
উত্তরঃ হ্যাঁ প্রতারণা করছে।
বিএনপি-জামাতসহ সকল দলের উচিত যুদ্ধাপরাধ বিচারের নামে চলমান আওয়ামী তামাশা বন্ধ করে ১৯৭১ সালের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার জন্য আওয়ামী লীগকে বাদ্ধ্য করা।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন