আমার চোখে জল।

লিখেছেন লিখেছেন মানিক ০৭ এপ্রিল, ২০১৩, ০৪:১৫:৪৭ বিকাল

আমাদের মহল্লায় রাস্তার পাশের টং দোকানে চা, সিংগাড়া, পুরি বেচে জীবন চালায় আব্দুর রহমান। আর ১০-১২ বছরের ছেলে মিন্টু বাবার কাজে সাহায্য করে সারাক্ষণ। ০৬ এপ্রিল অফিস না থাকায় আমি নাস্তা সেরে বাইরে বেরিয়েছি চা খেয়ে ঘুরে দেখব শহরটা। রহমানের দোকানের বেঞ্চিতে বসে বললামঃ মিন্টু কড়া কইরা একটা চা দেতো, ইস্পিশাল। মিন্টু পাল্টা হাক ছাড়লঃ চা হইব না স্যার। ক্যান রে। দেখলাম তারা বাপে ব্যাটায় মহা ব্যস্ত। এক ঝুড়ি সিংগাড়া আর পুরি বানিয়েছে। দোকান বন্ধ করে এগুলি নিয়ে তারা যাবে মতিঝিলে। লংমার্চে আসা মুসল্লিদের মাঝে বিতরণের জন্য। কথা হলো রহমান ভায়ের সাথেঃ ৪০ -৫০ মাইল পথ হাইট্যা হেরা ঢাকায় আইতাছে। হেরা আমগো দিলের মেহেমান। গরীব অইবার পারি, তাই বইল্যা হেগো লাইগ্যা কিছুই করবার পারুম না? আমি বসেই রইলাম দোকান বন্ধ করে সিংগাড়ার ঝুড়ি মাথায় নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল বাপ-বেটা। আমি স্তম্ভিত। ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার চোখের কোনায় জল।

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File