১৫ ই আগষ্ট ইসলামী শিক্ষা দিবস // একথা শুনলে অনেকেই অবাক হয়। এই দিনেই এত দিবস কেন??
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৬ আগস্ট, ২০১৪, ০৪:২১:১১ বিকাল
১৯৬৯ সালের এই দিনে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। জেনে নিন তার পটভূমিঃ
৬৯ এর ১২ আগষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে শিক্ষা ব্যবস্হার আদর্শিক ভিত্তি কি হবে তা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রাসায়নের ছাত্র আবদুল মালেক পাঁচ মিনিট বক্তব্য রাখার সুযোগ পান। অসাধারন মেধাবী বাগ্মী আব্দুল মালেকের সেই ৫ মিনিটের যৌক্তিক বক্তব্যে সভার উদ্দেশ্য পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় । উপস্থিত শ্রোতারা আব্দুল মালেকের বক্তব্যের সাথে ঐক্যমত্য পোষণ করে ।সেখানে তিনি ক্ষুরধার যুক্তি দিয়ে ইসলামী শিক্ষার অপরিহার্যতা প্রমাণ করেন। তার তাত্ত্বিক ও যুক্তিপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য ক্ষিপ্ত করে দেয় ইতোপূর্বে বক্তব্য রাখা ইসলাম বিরোধী বক্তাদের ।
এই ঘটনার প্রেক্ষিতে যুক্তি ও বান্তবতার লড়াইয়ে পরাজিত বাম ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন গংদের নেতৃত্বে আক্রমন চালায় ছাত্রদের ওপর । সকল সংগীকে নিরাপদে বিদায় দিয়ে শহীদ আব্দুল মালেক সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাবার পথে লোহার রড-হকিষ্টিক নিয়ে তার ওপর ঝাপিয়ে পড়ে পিশাচ বাহিনী ধর্মনিরপেক্ষ ও বাম সন্ত্রাসীরা । রক্তাক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম সেরা ছাত্র আব্দুল মালেক । তিনদিন পর ১৫ আগষ্টে শাহাদাত বরন করেন ইসলামের এই মহান বক্তা ।
তাই এ প্রেক্ষাপটে অনলাইন বন্ধুদের প্রতি আহ্বানঃ
নীচের ছবিটিকে পুরো আগষ্ট মাস ব্যপী ফেসবুক, টুইটার ব্লগ সহ বিভিন্ন জায়গায় প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করুন।
====================================
শহীদ আব্দুল মালেক সম্পর্কে আরো জানতেঃ
১. http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4947/fuad/25787#.U-Hy0fmSwhl
২. https://docs.google.com/file/d/0Bx3B3demPjQ1YUV5QTR2eW04OXM/edit?pli=1
বিষয়: বিবিধ
২৪১৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.facebook.com/events/817765554943117/?ref=70
যথার্থই বলেছেন কাজি সাকিব ভাই
https://www.facebook.com/events/817765554943117/?ref=70
https://www.facebook.com/events/817765554943117/?ref=70
ইভেন্টে যোগ দিন
https://www.facebook.com/events/817765554943117/?ref=70
অনেক দিন পর লিখলেন
আপনাকেও ধন্যবাদ
ইভেন্টে যোগ দিন
https://www.facebook.com/events/817765554943117/?ref=70
একটি জীবন
একটি ইতিহাস
একটি প্রেরণা।
https://www.facebook.com/events/817765554943117/?ref=70
এই হারামজাদা বেঁচে থাকলে রাজাকার কমান্ডার হতো।
মন্তব্য করতে লগইন করুন