বন্ধু তুমি
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৭ জুলাই, ২০১৪, ০৭:৫০:২১ সকাল
মোহে পড়ে বন্ধু আমার হারাই ওনা পথ
কাজে লাগাও যৌবনের এই শক্তি সাহস রথ।
ভুল করোনা ভুল বুঝোনা চিন্তা করো বসে
প্রতি কদম যাও এগিয়ে হিসেব কষে কষে।
স্বপ্ন দেখেই চলছে যাদের জীবন পথের গাড়ি
তুমি বন্ধু তাঁদের সাথেই সেই পথে দাও পাড়ি।
চলার পথে আবেগটাকে নিয়ন্ত্রণে রেখো
বুদ্ধি বিচার করেই কাজে জয়ী হয়ে থেকো।
দূর সীমানা পাড়ি দিও বিশ্বাসীদের মতো
কেটে যাবে চলার পথের আঁধার আছে যতো।
ভালোবাসা ঢেলে দিও সৃষ্টি জীবের মাঝে
স্রষ্টাও তোমায় বাসবে ভালো সকাল-দুপুর-সাঁঝে।
তাঁকে স্মরণ করতে কভু করোনা যে ভুল
মনে রেখো তাঁর করুনাই সফলতার মূল।
বিষয়: সাহিত্য
১৬৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমীন
ছুম্মা আমীন।
উত্তম দোয়ার জন্যে অনেক ধন্যবাদ ভাই!
মন্তব্য করতে লগইন করুন