সদালাপ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৫ মে, ২০১৪, ০৭:১০:২৯ সন্ধ্যা
ভাবতে হবে একটু খানি বলতে হলে কথা
সবার আছে ইচ্ছেমত বলার স্বাধীনতা।
হতে পারে একটা কথাই কষ্টগুলোর মূল
মিছেমিছি আমরা কেন করতে যাবো ভুল!
রাগের বশে হারিয়ে গেলে উচ্চারনের খেই,
বন্ধু আমার শত্রু হবে হটাৎ অনেকেই।
বাক্যগুলো বুলেট হয়ে হানবে আঘাত মনে
প্রাণ-সখীও ক্ষুদ্ধ হয়ে ভঙ্গ দেবে রণে।
সদালাপী মিষ্টভাষী স্বল্পভাষী যারা
জীবন চলার নানান বাঁকে হয়না সঙ্গীহারা।
অল্পকথায় বন্ধু সবার জয় করে নেয় মন
হতে হলে স্বল্পভাষী করতে হবে পণ।
বিষয়: সাহিত্য
২৩১৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হব স্বল্প ভাষী,
আঘাত যত উড়িয়ে দেব
দিয়ে মুচকী হাঁসী৷
স্বল্পভাষী যারা
জীবন চলার নানান বাঁকে
হয়না সঙ্গীহারা।
জীবন চলার নানান বাঁকে হয়না সঙ্গীহারা।
অল্পকথায় বন্ধুসবার জয় করে নেয় মন
হতে হলে স্বল্পভাষী করতে হবে পণ
একদম জীবনের চরম বাস্তব কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে
বল্পভাষী অবস্থাটা জোর করে ই বদলে ফেলেছেন!!!
কথায় কথা বাড়ে এবং তা বেশীর ভাগ ক্ষেত্রেই ভয়ংকর রুপ ধারন করে ।
জিয়াউর রহমান কথার উপরে ট্যাক্স বসাতে চেয়েছিলেন ।
নিজের কলমে লিখেছেন যেন আমার মনের ছবি।
কথা হলো নাকি!
মনের ছবি আঁকতে কবির
পথ এখনো বাকী
এ্যামেজিংলি সুন্দর হইছে
এত সুন্দর কবিতা !!!
তো...এত দিন পর হটাৎ কিভাবে লেখাটির প্রতি আপনার সুনজর পড়লো?
মন্তব্য করতে লগইন করুন