আশ্চর্য সুন্দর ____আসাদ বিন হাফিজ

লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৫ মে, ২০১৪, ১১:০৬:২৯ সকাল

আমাদের কবিরা এখন কোথায়? ডাকো তাদের।

বলোঃ ইতোমধ্যেই জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে সৈনিকেরা।

কিছুক্ষনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে পেছনে ফেরার সকল সম্ভাবনা।

অনন্ত অসীম জলরাশির ওপারে পড়ে থাকবে শুধু স্মৃতি

সামনে বিজয় ,শুধুমাত্র বিজয়।


“সূর্যদয়ের পরপরই শুরু হবে পথচলা। মুজাহিদরা তাদের তাজা রক্তে

ধুয়ে দেবে পথের ধুলো। ফু দিয়ে উড়িয়ে দেবে সমস্ত বাঁধা।

পবিত্র পথ দিয়ে জনপদে প্রবেশ করবে বিজয় মিছিল

মিছিলের অগ্রভাগে থাকবে শোভন শব্দধারী কবিবৃন্দ

তাঁদের ঠোট থেকে পাপড়ির মত ঝরে পড়বে প্রভুর অনন্ত রহমতের

অফুরন্ত প্রশংসা ধ্বনি, পৃথিবীর সুন্দরতম শব্দগুচ্ছ-

ইযাজা আ নাছরুল্লাহি ওয়াল ফাতহ...........”

কবিদের বলোঃ হে অনন্ত প্রেমের কোকিল

যে প্রেমময় পৃথিবীর স্বপ্নজাল বুনে বুনে বিনিদ্র কাটিয়েছেন অসংখ্য মধুযামিনী। আমাদের অশান্ত চিত্তে এঁকেছেন প্রস্ফুটিত সূর্যোদয়

কিছুক্ষনের ভেতরেই আমরা সে সুন্দরের রাজ্যে প্রবেশ করবো।

আপনার শ্রেষ্ঠতম কবিতাটি এখনই রচনা করুন,

এখনই রচনা করুন সে দুর্লভ পংক্তিমালা-

যার অমৃতময় ছন্দে দুলবে আমাদের হৃদয় নির্যাস,

আশ্চর্য সুন্দরের দ্যুতিতে উদ্ভসিত হতে অরুপ নগর।


যে সুন্দরের প্রেমে আমিনা তনয়

মসজিদে নববীর অভ্যন্তরে নির্মান করান পৃথক মিম্বর

আর হাসসান বিন সাবিতকে সে মিম্বরে দাঁড় করিয়ে

বিমুগ্ধ দৃষ্টিতে প্রত্যক্ষ করতেন কবিতার যাদুকরী অত্যাশ্চর্য প্রভা

পৃথিবী আরেকবার হেসে উঠুক সে আশ্চর্য সুন্দরে।”

বিষয়: সাহিত্য

১৮৩০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221736
১৫ মে ২০১৪ সকাল ১১:২১
কেলিফোরনিয়া লিখেছেন :
অসম্ভব সুন্দর কবিতা। কবিতার ছন্দে গায়ের লোমকূপ গুলো পর্যন্ত শিহরিত হয়।
১৫ মে ২০১৪ সকাল ১১:২৩
169182
অজানা পথিক লিখেছেন : হুমমম...... আমারো তেমনটি লেগেছে বলেইতো শেয়ার করলাম
221746
১৫ মে ২০১৪ সকাল ১১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
অনেক দিন এই কবির কোন খবর পাইনা।
১৫ মে ২০১৪ দুপুর ০৩:২৩
169239
অজানা পথিক লিখেছেন : আমিও তাঁর সন্ধান করে পাইনি খুঁজে
221761
১৫ মে ২০১৪ দুপুর ১২:১৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে.. অপূর্ব, চমৎকার হয়েছে .
১৫ মে ২০১৪ দুপুর ০৩:২৩
169241
অজানা পথিক লিখেছেন : Happy
221840
১৫ মে ২০১৪ দুপুর ০৩:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : গান................।
১৫ মে ২০১৪ দুপুর ০৩:১২
169232
প্যারিস থেকে আমি লিখেছেন : কবিতা......................।
১৫ মে ২০১৪ দুপুর ০৩:১২
169233
প্যারিস থেকে আমি লিখেছেন : ছন্দ......................।
১৫ মে ২০১৪ দুপুর ০৩:১৩
169234
প্যারিস থেকে আমি লিখেছেন : সব......................।
১৫ মে ২০১৪ দুপুর ০৩:২৩
169242
অজানা পথিক লিখেছেন : Happy
221858
১৫ মে ২০১৪ দুপুর ০৩:৩৯
ওমার আল ফারুক লিখেছেন : তাইতো,কবি লিখবে.লিখতে হবে কবিকে.কিন্তু হায়,সেই বিজয় কোই?
১৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১১
169356
অজানা পথিক লিখেছেন : অতি সন্নিকটে
221894
১৫ মে ২০১৪ বিকাল ০৫:৪৩
শেখের পোলা লিখেছেন : জানি আজ নেই আমিনা তনয়, কোথায় আজ তাঁর উওরসূরীরা? ধূয়ে মুছে দাও যত গ্লানি আজ জমেছে হেথায়৷
গেয়ে উঠুক হাসান বিন সাবিতের বংশধরেরা,শুরু হোক আলোর মিছিল৷
১৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
169357
অজানা পথিক লিখেছেন : সেই মিছিল ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে......

চুড়ান্ত বিজয় একটি সময় সাপেক্ষ ব্যপার
223617
২০ মে ২০১৪ সকাল ০৮:৪৪
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
223620
২০ মে ২০১৪ সকাল ০৮:৪৬
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File