সমকাম
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৫ এপ্রিল, ২০১৪, ০৮:৪০:২৩ রাত
সমকাম হলো নাকি মানবাধিকার!
অপমান জাতি আজ রাখে কোথা আর।
প্রকাশ্যে র্যালী হয় সমকামীদের!
কি করে জানাই বলো প্রতীবাদ এর?
ম্যগাজিন বের করে রুপবান নামে
সচেতন হবে লোক পড়ে সমকামে।
এভাবেই নাকি পাবে ওরা অধিকার
হিসাবের খাতা আজ মেলা বড় ভার।
=============================
বিস্তারিত-Click this link
আরও দেখুন
Click this link
বিষয়: বিবিধ
১৬৭০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই আমেরিকা যখন সমকামিতাকে মানবাধিকার বলে তখন আমেরিকার অনুকরন করা সবদেশ তো আর বসে থাকতে পারে না!
প্রতিবাদে ভরা।
পাম মারা ছাড়ুন
অথচ মানুষ?
ধিক এইসব রুচিহীন অমানুষদের।
অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো...
আসলে দুখের কথাগুলো ব্লগের মাধ্যমে বলে এবং প্রতীবাদ করে নিজেরা নিজেরাে একটা আদর্শিক প্লাটফরম তৈরী করা বা অনতর্ভুক্ত হওয়ার জন্যেই সম্ভবত সবাই লেখালেখির চেষ্টা করে
মর্ডানাইজেশন
ডিজিটালাইজেশন
জাহেলিয়াইজেশন( ইগনোরাইজেশন)
ইসলামাইজেশন
এদেরকে এখনই প্রতিরোধ করা প্রয়োজন।
হে আল্লাহ! তুমি আমার দেশকে এমন নোংরামী থেকে রক্ষা করো।
হে আল্লাহ! তুমি আমার দেশকে এমন নোংরামী থেকে রক্ষা করো।
আপনাকেও ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন