গরীবের নববর্ষ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৪ এপ্রিল, ২০১৪, ১১:৩২:১২ সকাল
পয়সাতো নেই ইলিশ কেনার
ইলিশ হলো কল্পনা
তাই বলে তো নববর্ষের
খুশী আমার অল্পনা।
.
আমরা-গরীব বাংলাদেশী
সুখানন্দ কম আর বেশী,
তাই পেয়াজ আর পান্তাভাতেই
দিন চলে যায় মন্দনা।
পয়লা বোশেখ সবার সাথেই
ছড়াই খুশীর বন্দনা।
[ গরীবের নববর্ষের সাথে এই ছবিটি চমৎকারভাবে মিলে যাওয়ায় এক বছরের পুরাতন ছবিটি আবারো দিলাম]
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গরীবের নববর্ষ -- লিখেছেন অজানা পথিক
এখানে পেলাম, দেশের বিশন্নতা, খুজে পেলাম আমরা-গরীব বাংলাদেশীর বাস্তবতা।
তবু স্বপ্ন দেখি একটি ভাদা মুক্ত স্বনির্ভর বাংলাদেশ। ধন্যবাদ
সারা বছর পান্তা খাই,
বোশেখ এলেই বট মূলে,
সখের ফকীর দেখতে পাই৷
সব অভিনয় ভান
বোশেখ গেলে আর থাকেনা
বাঙলাপনার টান
মন্তব্য করতে লগইন করুন