বুলবুলের গাজাখোরী মন্তব্য

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৫:৪৪ দুপুর



সংজ্ঞাটাকি ধর্মপ্রাণের ?বুঝবি কি তুই বোকা?

কি ভেবেছিস? সব জনগন ফিডার খাওয়া খোকা?

চাপার জোরে আর কতদিন চলবে তোদের ধোকা!

.

আজে বাজে বকাবকির এতই যখন শখ।

দেশে আছে পাগলা গারদ জায়গা মত বক।

.

চুরি করেই বলিস আবার চোরটা গেলো কই?

চাপাবাজের মুখেই মানায় মহাসত্যের খই!

এমন আজব দেশেই মোরা করছি বসোবাস

সিটিংবাজি দেখেই যেথায় যায় ফুরিয়ে মাস।

[জামায়াত ও হেফাজত প্রকৃত ধর্মপ্রান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল]

http://www.onbangladesh.org/newsdetail/detail/200/67228

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180710
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
বিন হারুন লিখেছেন : বুলবুলরাই ধর্মের প্রাণ, তবে ইসলাম ধর্মের নয়
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
133549
অজানা পথিক লিখেছেন : Happy
180715
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
সজল আহমেদ লিখেছেন : পড়লুম
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৪
133550
অজানা পথিক লিখেছেন : Happy
180718
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ওনার দৃষ্টিতে ওনি সঠিক কথাই বলেছেন, তার নিজের একটা ধর্ম আছে, ব্যাখা আছে। তার মত ধর্মের মানুষ ওরা নয় যাদের তিনি ঘৃণা করে বুঝিয়েছেন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩০
133551
অজানা পথিক লিখেছেন : ব্যপারটি খেয়াল করেছেন কি না! উনি কিন্তু বলেছেন ধর্মপ্রান মুসলমানের কথা। মুসলমানিত্বের স্বীকৃতি দেওয়ার যথাযথ কর্তৃপক্ষ তিনি নন।

ধর্মের জন্যে যারা প্রান দিতে প্রস্তুত তারাইতো ধর্মপ্রাণ।
180731
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
অপ্রিয় সত্য কথা লিখেছেন : জামাতের ব্যাপারে এ মন্তব্য ১০০% ঠিক।কিন্তু হেফাজাতেরটাযে গাজাঁখুরি তা ১০০% ঠিক।
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৪
133554
অজানা পথিক লিখেছেন : জামায়াতের ব্যপারে এ মন্তব্য শতভাগ সঠিক আপনার এমন বক্তব্যের সাথে দ্বিমত পোষন করে বলছি জামায়াতের ব্যপারে তা ২০০% সঠিক। তবে এমন ইস্যু নিয়ে ঝগড়া করার আগ্রহ আমার নেই। অফুরন্ত ভালোবাসা নিন
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৮
133567
অপ্রিয় সত্য কথা লিখেছেন : সত্য কথা অপ্রিয় হলে বলতে হয়।ঝগড়ার জন্য নয় ,সংশোধনের জন্য।
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৪
133579
অজানা পথিক লিখেছেন : সংশোধনের জন্যে হলে স্যালুট
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
133582
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : @ অপ্রিয় সত্য কথা, গাঞ্জার পরিমান বোধ একটু বেশী খাইছেন। এই ভদ্রলোকটির এযাবত যত পোস্ট পড়েছি সবগুলোতেই শুধূ জামায়াত বিরুধীতা। ওলামায়ে দেউবন্দদের প্রতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেন মাঝে মধ্যে। অতীতের সম্মানিত আকাবেরীন হাযারাতদের ইজ্জ্বত করতে গিয়ে সীমা লঙ্গণ হচ্ছে কিনা সে খবরও তার থাকে না। এদের প্রতি রগবত মহাব্বত প্রদর্শণ করতে গিয়ে নবী রাসূলদের উর্ধে হচ্ছে কিনা তার হুশ থাকে না। এই লোকটি আসল দেওবন্দী কিনা সন্দেহ। তার জামায়াত বিরোধীতা দেখলে মনে হয় ওলামায়ে দেওবন্দীদের ঢাল হিসেবে ব্যবহার করে পক্ষান্তরে শাহবাগী নাস্তিক এবং সেমি নাস্তিক সেকিউলারদের একজন পেইড এজেন্ট।
180732
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
অপ্রিয় সত্য কথা লিখেছেন : কবিটা টা খুব ভাল হয়েছে। অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩১
133553
অজানা পথিক লিখেছেন : আপনাকে অজস্র ধন্যবাদ
180737
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বুলবুল নামে হেতে কোন আবাল আবার?
নুনুর গোড়ায় নতুন বাল গজাইছে নাকি তার?
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৩
133581
অজানা পথিক লিখেছেন : হায় হায়। এমু কইরা কন ক্যরে???
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
133592
অপ্রিয় সত্য কথা লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি -আপনার নাম আর কাজ সমান দেখা যায়।মউদুদী বাদীদের ভ্রান্ত মতবাদের প্রতি আপনার অনুরাগ একটু বেশি।একে বারে কাট্টা!!এই জন্য ইসলামের জন্য আপনাদের মাথা ব্যাথ্যা নয়,শুধু মউদুদী এবং তার অনুসারিদের বিরুদ্ধে কিছু বললেই সে নাস্তিক কিনা সন্দেহ হয় আপনাদের।অন্ধ অনুসারি আপনাদেরকেই বলা হয়।
অতি ভক্তি চোরের লক্ষন!!!
180751
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪১
শিকারিমন লিখেছেন : যার যেমন চিন্তা , চরিত্র সে তেম নি ই বলবে।
ধন্যবাদ আপনাকে।
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
133585
অজানা পথিক লিখেছেন : Happy
180757
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
আল সাঈদ লিখেছেন : Out of human
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
133623
অজানা পথিক লিখেছেন : Loser
180789
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিন হারুন লিখেছেন : বুলবুলরাই ধর্মের প্রাণ, তবে ইসলাম ধর্মের নয়
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
133622
অজানা পথিক লিখেছেন : Happy
১০
180867
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
মৃনাল হাসান লিখেছেন : বুলবুলের গুরু শাহোরিআর কোবির, ইসোলামের পরোটি এডের কওন আনুগোটয়ো নেই
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৬
133740
অজানা পথিক লিখেছেন : Happy
১১
180869
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নতুন পিরে কামেল!
কোনদিন না ফতোয়া দিয়ে বসেন ইসলাম ধর্ম ই ইসলাম ধর্ম নয়।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৭
133741
অজানা পথিক লিখেছেন : Tongue
১২
180873
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
হতভাগা লিখেছেন : নিজেকে একটু হাইলাইট করতে চেয়েছে ।

ধর্মপ্রাণ মুসলমান তাহলে উনার মতে কে বা কাহারা ?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৮
133743
অজানা পথিক লিখেছেন : যারা কোনদিন আপকর্মের প্রতিবাদ করবেনা, তারা। এক্ষেত্রে তারা তাবলীগকেও ধর্মপ্রাণ মনে করে
১৩
180973
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : থাপড়াইতে থাপড়াইতে এই বেয়াদবগুলোর গাল বাঁকা কইরা দেওয়া উচিৎ...্
১৪
181052
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৫
শেখের পোলা লিখেছেন : মুখ আছে তাই বলে ওরা,
কান আছে তাই শুনি৷
ওরাই হলেন বুদ্ধিজীবি,
বিরাট জ্ঞানী গুনি৷
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
134026
অজানা পথিক লিখেছেন : যথার্থ বলেছেন। অনেক অনেক ধন্যবাদ
১৫
181343
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
জবলুল হক লিখেছেন : কথায় আছে না পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।সালারা আস্তা পাগল ছাগল।যথার্থ বলেছেন ভাই
আজে বাজে বকাবকির এতই যখন শখ।

দেশে আছে পাগলা গারদ জায়গা মত বক
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
134157
অজানা পথিক লিখেছেন : অনেক ধন্যবাদ
১৬
181993
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
সায়েম খান লিখেছেন : লেখক ভাই, আপনি কি সত্যিকারের মুসলমান? বুলবুলের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসুন।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৬
134738
অজানা পথিক লিখেছেন : Happy
১৭
181994
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
সায়েম খান লিখেছেন : লেখক ভাই, আপনি কি সত্যিকারের মুসলমান? বুলবুলের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসুন।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
135231
অজানা পথিক লিখেছেন : হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File