সুশীলীয় গিন্নী , কেষ্টা বেটা এবং জামায়াত-শিবির

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৯ জানুয়ারি, ২০১৪, ১১:৫৮:১৪ রাত

গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর!!!!!!!!!!

বাংলাদেশের সুশীলীয় গিন্নীরা জামায়াতকে রীতিমতই চোর বানানোর চেষ্টা করছে। আপনিও কি বিভ্রান্ত হচ্ছেন? নিচের লেখাটি পড়ে দেখেনতো জাতীয় চোরদের ধরতে পারেন কিনা!

আমরা অনেক কিছুই দেখেছি

দেখেছি রাজিবের খুন। দোষ সোজা জামাত শিবিরের। তাদের নিষিদ্ধ করা দরকার। কিন্তু তারপর? যখন প্রমাণ হল যে এইটা প্রেমঘটিত সমস্যা, সবাই চুপ।

দেখেছি 'দুর্ধর্ষ শিবির ক্যাডার' বিশ্বজিতের হত্যা। অপরাধীরা কেউই নাকি ছাত্রলীগের কেউ না।

দেখেছি ত্বকীর খুন। সব দোষ শিবিরের। শাহবাগের নারায়নগঞ্জ শাখার মূল উদ্যোক্তা রাফির ছেলে হওয়াতেই নাকি তাকে খুন করা হয়েছে। এরপর? শামীম উসমানের দিকে আঙ্গুল উঠার পর সবাই চুপ।

দেখেছি আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মেরাজ খুন। এইখানেও আঙ্গুল প্রথমে জামাত শিবিরের দিকে। তারপর? ছিনতাই কারীর হাতে খুন হওয়ার বিষয় জানার পরে, এইখানেও সবাই চুপ।

এইরকম আলোচিত প্রায় সব হত্যাকাণ্ডের দোষ প্রথমে জামাত শিবিরের ঘাড়ে। আসল ঘটনা বের হলে সবাই চুপ। মানবাধিকার ব্যবসায়ীরা বসে থাকেন জামাত শিবিরের ঘাড়ে দোষ চাপানোর জন্য।

এইসব থেকেই প্রমাণিত হয়, আসলে কারা কি করছে। কারো কারো কাছে নাকি তথ্য আছে। কি তথ্য আছে, এই তথ্যের উৎস কি, তা নিয়ে আর কিছু বলতে ইচ্ছে করছে না।

আপনারা কি বলবেন এবার ইচ্ছামত বলেন--

বিষয়: রাজনীতি

১৪২৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169949
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিও চুপ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৫
123700
অজানা পথিক লিখেছেন : ও মিয়া ভাই! চুপ ক্যনে?
169958
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চুপস চুপ একদম চুপ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৫
123719
অজানা পথিক লিখেছেন : সবাই চুপ ক্যারে?
কতা না কইলে তো খেলা জমবোনা
170031
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫১
শিকারিমন লিখেছেন : সবাই চুপ থাকবে না ক্যারে ?
কথা বললেই তো স্বাধীনতা বিরোধী
বানাইয়া ফেলবে রে।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৪
123773
অজানা পথিক লিখেছেন : ও
170052
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৩
ভিশু লিখেছেন : জামায়াত-শিবিরকে অভিশপ্ত স্বৈরাচার সকল রোগের মহৌষধ মনে করে!
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৫
123774
অজানা পথিক লিখেছেন : হাঁচা কইছেন
170122
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : আমি আর কি বলব, আপনারাই পাঁচজন বলুন৷
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৬
123876
অজানা পথিক লিখেছেন : Talk to the hand
170150
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩২
হতভাগা লিখেছেন : না হলে পেমেন্ট আসা আটকে যাবে
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৭
123878
অজানা পথিক লিখেছেন : আপনার সত্যবাদীতায় মুগ্ধ
170205
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
আবু আশফাক লিখেছেন :
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
124642
অজানা পথিক লিখেছেন : :Thinking
170223
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
আমি মুসাফির লিখেছেন : জামাত শিবির এখন টপে আছেন তাদেরকে নিয়ে বিশ্বব্যাপি আলোচনা করছে । তবে হাসিনার মিথ্যাচার আর অপবাদ কাজে লাগছে না । জনগণ সব তাদের মারপ্যাচ বুঝে ফেলেছে।

থাই দেখা যাচ্ছে কোন অঘটন ঘটলেই জামাত শিবিরের নাম যেমন আসছে আবার ওই অঘটনের হোতারা ধরা পড়লেই হাসিনার সোনার ছেলেদের নাম আসছে । তাই তারা ধরা চেয়ে অপবাদের দিকেই বেশী ধাবিত হচ্ছে । আর এজন্যই সবাই চুড় থাকতে বাধ্য হচ্ছে ।এদের মত বিবেকশুন্য আর কে আছে ?? অনেক ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
124643
অজানা পথিক লিখেছেন : Happy
170712
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪২
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
124644
অজানা পথিক লিখেছেন : Happy
১০
172753
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৮
টাংসু ফকীর লিখেছেন : :D/
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪১
131107
অজানা পথিক লিখেছেন : Love Struck
১১
174635
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
মিরন লিখেছেন : বর্তমান অবস্থায় জামাত শিবির জংঙ্গিবাদে রুপান্তরিত হওয়া সময়ের ব্যাপার মাত্র
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
131109
অজানা পথিক লিখেছেন : পরিবেশ সৃষ্টি করতে মোটামুটি সফল হয়েছে ভাদারা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File