আপনার হিসেবটা কি?

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২০ জানুয়ারি, ২০১৪, ১২:১৮:৪৪ দুপুর

বি এনপির সাথে জামায়াতের রাজনৈতিক জোট ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। এইমর্মে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোন আপত্তি থাকবেনা। জোট ভেঙ্গে যাওয়াটা খুবই স্বভাবিক। উভয়ের মধ্যে আদর্শগত ও ভাবনৈতিক বিরোধটাই মূখ্য।দুটি দলই ভিন্ন লক্ষ- উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে রয়েছে। যদি এ জোট ভেঙ্গে যায় লাভ লোকসানের হিসেবটা কেমন হবে , এমন প্রশ্ন স্বভাবিকভাবেই গুরুত্বপূর্ন।সেই সাথে রাজনীতিতে নতুন মেরুকরন অবশ্যম্ভাবী।

যদি এই জোট ভেঙ্গে যায়________@


১. কোন পক্ষ বেশী লাভবান হবে?

২. কেন পক্ষ বেশী ক্ষতিগ্রস্ত হবে?

৩. ক্ষমতাসীন জেটে এর কিরুপ প্রভাব পড়বে?

৪. রাজনীতির নতুন মেরুকরন টা ঠিক কেমন হবে?

এ ধরনের হাজারো প্রশ্ন সৃষ্টি হবে।

যাই হোক________________@


দেশের বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর উচিৎ স্বীদ্ধান্ত গ্রহনে দূরদর্শীতার পরিচয় দেওয়া। সাময়িক লাভের চেয়ে চুড়ান্ত লাভকে বেশী প্রধান্য দেওয়া।

বিষয়: বিবিধ

১৬০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164816
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০৯
আহমদ মুসা লিখেছেন : দেশের বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর উচিৎ স্বীদ্ধান্ত গ্রহনে দূরদর্শীতার পরিচয় দেওয়া। সাময়িক লাভের চেয়ে চুড়ান্ত লাভকে বেশী প্রধান্য দেওয়া।
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
119041
অজানা পথিক লিখেছেন : জ্বী আশাকরি এ বক্তব্যের সাথে সবাই একমত হবে
165128
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি একমত।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৪
120186
অজানা পথিক লিখেছেন : Surprised
165561
২১ জানুয়ারি ২০১৪ রাত ১০:০১
শেখের পোলা লিখেছেন : যা ভাল আল্লাহ যেন তাই করে৷
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৪
120187
অজানা পথিক লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File