তোমরা যারা কপি পেষ্ট করো (একজন নীরিহ পাঠক হিসেবে কটি কথা )
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৯ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৭:৪৭ সন্ধ্যা
আগেই বলে রাখি, কপি পেষ্ট লেখকদের আমি অনেক শ্রদ্ধা করি। কারন মূল্যবান লেখাগুলেকেই তারা কপি করে সবার সামনে তুলে ধরে।ইদানিং কপি পেষ্ট ব্যাপারটাকে খুব হিট ইস্যু বলে মনে হচ্ছে ।তাই আজ এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই
খোলা চোখে কপি পেষ্টের তাৎপর্য____@
* অধিক প্রচারের গুরুত্বপূর্ণ একটি অবলম্বন
* জ্ঞানের মূল্যবান অংশগুলোকে একনজরে নিয়ে আসার সুযোগ
* দ্রুত আপডেট প্রদানের প্রধান মাধ্যম
* জনপ্রিয় পেইজগুলো সচল রাখতে এর তাৎপর্য অনস্বীকার্য
* সর্বপোরী কপি পেষ্ট লেখকদের এমন অনুগ্রহ না হলে হয়তো আমার মত
আনেকেই মূল্যবার পোষ্টগুলো মিস করতো।
{আর কোন তাৎপর্য থাকলে আওয়াজ দিয়েন। এড করে নিব। }
কপি পেষ্ট করে বিখ্যাত হওয়ার কিছু পরামর্শ____@
*অসাধারন লেখাগুলো কপি করে নিজের নামে চালিয়ে দিবেন।
* লেখার শিরেনাম টা একটু চেঞ্জ করে দিতে পারেন
* পাঠক যাতে মেলাতে না পারে তাই প্রথম এবং শেষ দিকে সামান্য সংযোজন- বিয়োজন করা যেতে পারে।
* গরম নিউজগুলো সবার আগে কপি করে একটু এডিট করে নিজের নামে চালাতে পারেন।
* কখনো লেখকের নাম সহ কপি হয়ে গেলে নামটা মুছে দিতে ভুলবেন না কিন্তু
*সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে ধরা খাওয়া না লাগে। নইলে মান সন্মান সব শেষ।
আবার দেইখেন_____@
আমার এই লেখাটাই কপি করে বিসমিল্লাহ কইরেন না যেন
শেষ কথা_______@
কপি পেষ্ট বয়ে আনুক সকলের জীবনে বিখ্যাত হবার অনাবিল সুখ আর স্বাধীনতা।
দ্রঃ কোন পয়েন্টে কিছু যোগ করার থাকলে বইলেন। এড করে নেব
==================================================
বন্ধুরা, এতক্ষন দুষ্টামি করলাম। আসলে মূল কথাটি হলো কপি করা কোন আন্যায় নয়। কিন্তু লেখকের নাম ছাড়া কপি করা মস্ত বড় অন্যায়। এতে কখনো কখনো মারাত্বক বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। কয়েকটি ঘটনা আমার সামনেই ঘটেছে। উপরে বিখ্যাত হওয়ার যে সকল পরামর্শ দেওয়া হয়েছে তার সবগুলোই ইতোমধ্যে অনেকে করতে গিয়ে মান সন্মান হারিয়েছে। অপমানিত হওয়া বন্ধুদের গৃহিত কৌশল অবলম্বনেই উপরের পরামর্শগুলো সাজানো হয়েছে। কোন লেখকের মূল্যবান লেখাগুলো চুরি করা চরম ব্যক্তিত্ত্বহীনতার কাজ এবং লেখকের সাথে চরম বিশ্বাস ঘাতকতা।
বিষয়: বিবিধ
১৯১২ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
সকল লিখায় কপি পেস্ট ছাড়া তারা বুজে না।
একজন বিখ্যাত! ধর্ম (ইসলাম)বিশেষজ্ঞ চিন্তাবিদ আমাকে ”কপি”খোর মনে করে দীর্ঘদিন ধরে কোন পাত্তাই দিলো না।
আপনার জন্য নয় আফসোস ঐ চিন্তাবিদের জন্য
কপি পেষ্ট বলতে এখানে অন্যের লেখা চুরী করার কথা বোঝানো হচ্ছে। রেফারেনস দিতে হলে তো কপি করতেই হবে। সেটাকি বলার অপেক্ষা রাখে
ধন্যবাদ কপি করে ধন্যবাড ( দ ) বানাইছেন। হা হা হা
এ বিষয়ে আমিও একটি পোস্ট করেছি একটু ঘুরে আসুন
অনুরোধ রক্ষার জন্য....
মন্তব্য করতে লগইন করুন