রক্ত কেবল রক্ত নয় (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৯ জানুয়ারি, ২০১৪, ০৪:১৫:৫৪ বিকাল
সিরিজঃযোগ-বিয়োগ
কাব্যঃ-০২
.
বালাকোটে লাখো জীবন
রক্ত দিলো ঢেলে
যোগ বিয়োগের অংক করুন
চক্ষু দুটি মেলে।
.
হিসেব করেই বলেন দেখি
জয় পরাজয় কোনটা?
শাহাদাতেই থেমে গেলো
মুক্তির আন্দো-লনটা
.
মতিঝিলে রক্ত দিলেন
কত পীরে কামিল
খালি হাতে যুদ্ধ করা
আত্ম-হত্যার শামিল।
যুদ্ধ জয়ী সেনাপতি
ছিলেন আল্লার রাসুল
যুদ্ধ কৌশল প্রয়োগে তো
করেননি তি নি ভুল।
ভাইরা আমার প্রাণ বিলিয়ে
দিচ্ছে দিকে দিকে
মেশিন গানের সামনে কি আর
বাঁশের লাঠি টিকে?
রক্ত কেবল রক্ত তো নয়
মেধাও যাচ্ছে ঝরে
তাই বলি ভাই যত্ন করেন
কাজে লাগবে পরে।
ঐ দেখা যায় দূর সীমানায়
বিজয় বাতি জ্বলে
প্রস্তুতিতো নিতে হবে
চলে বলে কলে।
বিষয়: বিবিধ
২১৫৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিজয় আসে অনেক ত্যাগের পরে।
অতর্কিতে আসে,
মজলুমের দেহ খানা,
রক্তের উপর ভাসে৷
বালাকোট আর মতি ঝিলে,
গিয়ে ছিল যারা,
যুদ্ধ করার ইচ্ছা নিয়ে,
যায়নিতো তারা৷
জালেমের জুলুম শাহী,
নিপাত যবে যাবে,
রোজ কেয়ামত নাকের ডগায়,
দেখতে তারা পাবে৷
একমত আছি সাথে
বলছি শুধু ভুলের মাশুল
না দিতে হয় যাতে
চলছে চলুক চলবে গাড়ী
থাকবে হিসেব বাকী
ছিলাম আছি থাকবো সদা
দিবোনা তো ফাঁকি।
মন্তব্য করতে লগইন করুন