রক্ত কেবল রক্ত নয় (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৯ জানুয়ারি, ২০১৪, ০৪:১৫:৫৪ বিকাল

সিরিজঃযোগ-বিয়োগ

কাব্যঃ-০২



.

বালাকোটে লাখো জীবন

রক্ত দিলো ঢেলে

যোগ বিয়োগের অংক করুন

চক্ষু দুটি মেলে।

.

হিসেব করেই বলেন দেখি

জয় পরাজয় কোনটা?

শাহাদাতেই থেমে গেলো

মুক্তির আন্দো-লনটা

.

মতিঝিলে রক্ত দিলেন

কত পীরে কামিল

খালি হাতে যুদ্ধ করা

আত্ম-হত্যার শামিল।



যুদ্ধ জয়ী সেনাপতি

ছিলেন আল্লার রাসুল

যুদ্ধ কৌশল প্রয়োগে তো

করেননি তি নি ভুল।



ভাইরা আমার প্রাণ বিলিয়ে

দিচ্ছে দিকে দিকে

মেশিন গানের সামনে কি আর

বাঁশের লাঠি টিকে?



রক্ত কেবল রক্ত তো নয়

মেধাও যাচ্ছে ঝরে

তাই বলি ভাই যত্ন করেন

কাজে লাগবে পরে।



ঐ দেখা যায় দূর সীমানায়

বিজয় বাতি জ্বলে

প্রস্তুতিতো নিতে হবে

চলে বলে কলে।



বিষয়: বিবিধ

২১৫৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164402
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
বিজয় আসে অনেক ত্যাগের পরে।
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
118615
অজানা পথিক লিখেছেন : তাতে কোন সন্দেহে নেই। আমি ত্যাগের কথাটা অস্বীকার করতে চাইনি বরং সঠিক ষ্ট্রটেজি মেন্টিং করার কথা বলেছি। সাইফুল ভাইয়া
164406
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
আহমদ মুসা লিখেছেন : শুধু সাময়িক এবং নগদ ফলাফল পাওয়ার আশা করলে হবে না। আকড়ে ধরতে হবে রাসুলের (সা) নবুয়তী জীবনের সমস্ত কলা কৌশল। তবেই হতো আগামীর উদিতব্য সূর্যটা আমাদেরই হবে। সূর্য ঠিকই উদিত হবে। কিন্তু এই সূর্যের আলোক রশ্মি যেন মানবতার মুক্তির দিশা নিয়ে আসে সেই ব্যবস্থার উদ্যেগ বিপ্লব প্রত্যাশীদেরই নিতে হবে।
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
118636
অজানা পথিক লিখেছেন : দুর্দান্ত সত্য কথা বলেছেন। সে কথাটিই সকল দ্বীনি ভাইদের উপলদ্ধি করা উচিৎ
164417
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
বাকপ্রবাস লিখেছেন : Rose Rose Rose
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
118654
অজানা পথিক লিখেছেন : Happy Happy
164449
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
ভিশু লিখেছেন : Praying Praying Praying
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
118657
অজানা পথিক লিখেছেন : Good Luck
164466
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : পড়ে ভাল লাগলো। ধন্যবাদ।
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
118688
অজানা পথিক লিখেছেন : Good Luck
164525
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
শেখের পোলা লিখেছেন : ত্যাচারীর বুলেট যখন
অতর্কিতে আসে,
মজলুমের দেহ খানা,
রক্তের উপর ভাসে৷
বালাকোট আর মতি ঝিলে,
গিয়ে ছিল যারা,
যুদ্ধ করার ইচ্ছা নিয়ে,
যায়নিতো তারা৷
জালেমের জুলুম শাহী,
নিপাত যবে যাবে,
রোজ কেয়ামত নাকের ডগায়,
দেখতে তারা পাবে৷
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
118849
অজানা পথিক লিখেছেন : যা বলেছেন ঠিক বলেছেন
একমত আছি সাথে
বলছি শুধু ভুলের মাশুল
না দিতে হয় যাতে

চলছে চলুক চলবে গাড়ী
থাকবে হিসেব বাকী
ছিলাম আছি থাকবো সদা
দিবোনা তো ফাঁকি।


164589
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ বিজয় আসবে
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
118852
অজানা পথিক লিখেছেন : বিজয়ের জন্যে বেশ দূরদর্শীতার প্রয়োজন। দূরদর্শীতা থাকলেই অল্লাহর সাহায্য আসবে।
165157
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০৭
টাংসু ফকীর লিখেছেন : ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩০
120174
অজানা পথিক লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File