কেমন স্বাধীনতা?
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৯ জানুয়ারি, ২০১৪, ০১:২৩:৪৮ দুপুর
সিরিজঃযোগ-বিয়োগ
কাব্যঃ-০১
.
হিসেব কষেই অংক মেলাও
যোগ বিয়োগ আর গুনে
স্বাধীন দেশের ঘাঁস ভিজে যায়
আম জনতার খুনে।
.
দিনে দিনে বাড়ছে যে খুন
প্রশ্ন জাগে মনে!
দাবী আদায় করতে কেন
মরছে জনে জনে?
.
রক্ত তো সব ঢেলেই দিছি
একাত্তরের অক্তে
পিচ ঢালা ঐ কাল রাজপথ
আজ কেন লাল রক্তে?
.
নামটা যে ভাই স্বাধীন আমার
সাগর রক্তের অর্জন
কিন্তু এথায় ক্যান্ শোনা যায়
ভীন শকুনের গর্জন।
.
পারছিনা আর সইতে প্রভু
মুক্ত করো দেশটা
আর কতকাল সইবো এমন
নোংরা পরি-বেশটা।
বিষয়: বিবিধ
১৭৫৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যোগ বিয়োগ আর গুনে
স্বাধীন দেশের ঘাঁস ভিজে যায়
আম জনতার খুনে।
মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
আসলেই আমাদের এই প্রিয় দেশটি একাত্তুর সালে অগনিত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল বলে শুনে থাকি। বাস্তব অবস্থা হচ্ছে দেশ স্বাধীন হয়ে বটে কিন্তু দেশের মানুষ স্বাধীনতা পায়নি। আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকা জানোয়ারগুলো মেরুদন্ডহীন। তাদের মুখে থাকে মুক্তিযোদ্ধের চিন্তা চেতনা, বাস্তবে দেখা যায় প্রতিবেশী ধূর্ত শিয়াল চরিত্রের ন্যংটো সাংস্কৃতির ধারক বাহকদের পদলেহন। এসব জানোয়ারগুলোর মন মানষিকতা যেমন গোলামীর তেমনি তারা দেশের তাবত জনগনকেও তাদের মত গোলাম/দাসী হিসেবে পরিনত করতে চায় ধূর্ত সাম্প্রদায়িক শিয়ালদের। অথচ এই স্বাধীনচেতা জাতির ইতিহাস হচ্ছে লড়াই সংগ্রাম করে বেচে থাকার।
ইনশায়াল্লাহ অচিতেই আমাদের জাতির আকাশ থেকে কালো মেঘ দূর হয়ে যাবে।
.
.
.
.
.
ধন্যবাদ
আবার বেড়াতে আসবেন কিন্তু
ধরা যাবেনা
ছুয়া যাবেনা
বলা যাবেনা
কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা।
যার পিছনে রক্ত/
সেই রক্তের বদল দেখ
বাঁচাই কেমন শক্ত!/
....বাঁচতে চেয়ে খুন হয়েছি
বুলেট শুধুই খেলাম/
উঠতে এবং বসতে ঠুকি
দাদার পায়ে সেলাম!/
ধরা যাবে না ছোঁয়া যাবে না
বলা যাবে না কথা/
রক্ত দিয়ে পেলাম শালার
আজব স্বাধীনতা!’
এট@ রক্ত তো সব ঢেলেই
দিছি
একাত্তরের অক্তে
পিচ ঢালা ঐ কাল
রাজপথ
আজ কেন লাল রক্তে?
মন্তব্য করতে লগইন করুন