ছড়া রুখবে স্বৈরাচার-১৪ “রুবেল ভাই আর নেই”
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৬ জানুয়ারি, ২০১৪, ০৫:০৫:১৬ বিকাল
আবার দেখো ধন্য হল
লক্ষীপুরের মাটি
জয় পরাজয় করলে হিসেব
শহীদ রুবেল খাঁটি।
.
সঙ্গীরা সব ধৈর্য্য ধরো
মুছো চোখের পানি
পরিবার কে শান্তনা দাও
বিজয় তাদের জানি।
.
দেখা হবে তাঁর সাথে যে
রক্তগোলাপ হাতে
আব্বু আম্মু আর কেঁদনা
সংলাপ গভীর রাতে।
.
স্রষ্টার সাথে সংলাপ হবে
জায়নামাজে বসে
রুবেল গেছে মনজিলে তাঁর
হিসেব কষে কষে।
হাসপাতালে পড়ে আছে নিথর দেহ
বিষয়: সাহিত্য
১৫১২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জায়নামাজে বসে
রুবেল গেছে মনজিলে তাঁর
হিসেব কষে কষে।
মন্তব্য করতে লগইন করুন