ছড়া রুখবে স্বৈরাচার--১২ (ঢাকা চলো)

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৬:৫৬ সন্ধ্যা



স্বপ্ন দেখার চক্ষুগুলো

করছে ছলো ছলো

সমবেত হতে সবাই

এবার ঢাকা চলো।

.

লড়ছে গদি স্বৈরাচারের

কাঁপছে টলো মলো

ডাক এসেছে রুখতে তাদের

সবাই ঢাকা চলো।

.

সব বেরিকেট ভেেঙ্গ ফেলে

আগুন হয়ে জ্বলো

বিজয় মিছিল হবেই এবার

ঢাকার পথে চলো।

বিষয়: সাহিত্য

১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File