একটি হত্যাকান্ডের বর্ণনা
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:৫৭:২৭ রাত
সদা হাস্যেজ্জল শহীদ ডাঃ ফযেজ আহমাদ
রাত গভীরে
বাসার তীরে
সদর গেটে
গিরিল কেটে
আসলো কারা
কিলার যারা?
.
এলো যখন,
বাবা তখন
নিজেই গিয়ে
চাবিটা নিয়ে
দরজা খুলে
নিলেন তুলে।
.
মুখোশ পরে
ঢুকলো ঘরে
মুখটা বুজে
কি যান খুজে!
কিন্তু হায়না
কিছু পায়না।
.
ওলুট করে
পালুট করে্
এখানে খোঁজে
ওখানে খোঁজে
পায়না কিছু
যায়না পিছু।
.
আবার বলে
যাবনা চলে
দে মোবাইল
খাইবি কিল
যদি নড়িস
ফোন করিস।
.
কই বেলাল
না পেয়ে লাল
বল কোথায়
চল ওথায়
নইলে তোরে
মারমু জোরে।
.
না পেয়ে শেষে
পশুর বেশে
মারলো থাবা
হেসেই বাবা
মোদের বলে
গেলেন চলে।
.
তারপর
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
[ঘটনার সময় পাশেই থাকা “শিফা আখতারের” ভাষ্য অনুযায়ী তার শশুর “শহীদ ডাক্তার ফয়েজ আহমাদের” হত্যাকান্ডের বর্ণনা]
বিষয়: সাহিত্য
২৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন