তাজা মৃত্যুর সংবাদ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪১:৪৫ দুপুর
তাজা মৃত্যুর সংবাদ শুনে আমি
আবেগের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছি।
এ বেলায় তোমরা যারা রাজপথে আছ
তোমাদের দূরদর্শিতার বেশ প্রয়োজন।
বিধাতা তোমাদের বাঁচিয়ে রাখুক জাতিকে
বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব উপহার দেওয়ার জন্যে।
.
আর আমার মত অতি আবেগীদের একটু আগেই
তুলে নিক তার অনন্তকালের রাজ্যে
যেমন করে গোলাপের দুর্বল পাপড়ি গুলো
একটু আগেই ঝরে পড়ে।
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন