ছড়া রুখবে স্বৈরাচার--০৮ Roseনোংরা পরিবেশ Rose

লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৫:০৩:৪০ বিকাল





হিসেব করেই অংক মেলাও

যোগ বিয়োগ আর গুনে

স্বাধীন দেশের ঘাঁস ভিজে যায়

আম জনতার খুনে।

.

দিনে দিনে বাড়ছে যে খুন

প্রশ্নটা মাঝপথে

অধিকারের মিছিল কেন

আজও যায় রাজপথে।

.

রক্ত তো সব ঢেলেই দিছি

একাত্তরের অক্তে

পিচ ঢালা ঐ কাল রজপথ

আজ কেন লাল রক্তে?

.

নামটাযে ভাই স্বাধীন আমার

সাগর রক্তের অর্জন

কিন্তু এথায় ক্যান্ শোনা যায়

ভীন শকুনের গর্জন।

.

পারছিনা আর সইতে প্রভু

মুক্ত করো দেশটা

আর কতকাল সইবো এমন

নোংরা পরিবেশটা।



----------------------------------------

স্বরবৃত্ত-(৮+৬)

বিষয়: সাহিত্য

১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File