ছড়া রুখবে স্বৈরাচার--০৭ RoseভেজালRose

লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৯:৫১ বিকাল





আমলাতন্ত্রে ভেজাল কেন

কেন শাষনযন্ত্রে?

কারন ভেজাল মূল ঠিকানায়

ভেজাল গঠনতন্ত্রে।


ধর্মনিরপেক্ষ যখন

যোগ হবে মূলমন্ত্রে

ভেজাল থেমে থাকবেনা আর

ছড়াবে কূল তন্ত্রে।

বিচার বিভাগ করলে গঠন

শাষক শ্রেণীর মন্ত্রে

স্বৈরাচার তো হবেই শাষক

আমজনতার তন্ত্রে।


অর্থনীতির নীতি যখন

ধনীর পকেটতন্ত্রে

দু:খী লোকের দু:খ তখন

বাড়ে প্রজাতন্ত্রে।

পুঁজিবাদের মতই ভেজাল

আছে সমাজ তন্ত্রে

ভেজাল মুক্ত প্রজাতন্ত্র

গড়বে কোন মন্ত্রে?


রাজতন্ত্রে ভেজাল আছে

আছে গণতন্ত্রে

ভেজাল মুক্ত তন্ত্র পাবে

মদীনার ঐ মন্ত্রে।

বিষয়: সাহিত্য

১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File