(বিডি টুডেতে আমার পঞ্চাশতম পোষ্ট দিলাম এ ছড়াটির মাধ্যমে। মন্তব্য কাম্য।) ছড়া রুখবে স্বৈরাচার-০৬Rose নির্বাচনের আগুনRose

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৭ নভেম্বর, ২০১৩, ১০:১৮:১৭ রাত





Rose

মাছে আগুন গাছে আগুন

আগুন সারাদেশে

বাসে আগুন চাষে আগুন

আগুন পরিবেশে।

Rose

শ্রমবাজারে লাগলো আগুন

আগুন লাগলো শ্রমে

দ্রব্য মূল্যে লাগলো আগুন

পূঁজি গেল কমে।

Rose

রাস্তা ঘাটে লাগলো আগুন

আগুন লাগলো ট্রেনে

শিক্ষাঙ্গনে লাগলো আগুন

আগুন লাগলো ব্রেণে।



Rose

লাগলো আগুন দেশ -বিদেশে

লাগলো আগুন মনে

আগুন লাগলো গাও গেরামে

পুড়ছে জনে জনে।

Rose

বাদ নেই আর শহর -নগর

বাড়ছে আগুন দিনে

ধরিয়ে দিল আগুন যারা

রাখলাম তাদের চিনে।

Rose

এই আগুনেই পুড়বে রে আজ

বাকশালীদের গদি

ছাইগুলো সব উড়ে উড়ে

ভাসবে সাগর-নদী।

Rose

টিকবেনা আর জুলুমশাহী

থাকবেনা তার ছাতা

যুগ থেকে যুগ স্বাক্ষ্য দেবে

ইতিহাসের পাতা।



Rose

স্বৈরাচার সব যাবেই নিপাত

সবর করেন দুদিন

কোন একদিন আসবেরে ভাই

আমার দেশেও সুদিন।

Rose

আগুন লাগলো রাজনীতিতে

নির্বাচনের আগুন

খালি ফিল্ডে গোল হবেনা

বাকশালীরা ভাগুন।

Rose

রক্তে আগুন লাগলোরে ভাই

আনবোই এবার ফাগুন

শহর-নগর গাঁও গেরামে

ভাই বেরাদার জাগুন।



স্বরবৃত্ত-(৮+৬)

বিষয়: সাহিত্য

১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File