Roseবিজয়ের ইশতেহারRose

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৩ নভেম্বর, ২০১৩, ০৯:৩৩:১৪ রাত

রাজপথে ঝরে যাওয়া গোলাপ কলিদের উৎসর্গ করা হল



Rose

আমি

আমার

অধিকার

ফিরে পাবার

আশায় বিভোর।

*

আমি

আবার

স্বাধিকার

নীড়ে নেবার

নেশায় বিভোর।

Rose

আমি

এ বার

স্বৈরাচার

ঠেকাব বলে

গুনছি - প্রহর।

*

আমি

আবার

অবিচার

রুখব বলে

গড়ছি বহর।

Rose

আমি

এবার

মৌনতার

ঘোর কাটাবো

দেখেছি সুপথ।

*

আমি

আবার

জনতার

ঘুম ভাঙ্গাবো

নিয়েছি শপথ।

Rose

আমি

এবার

জড়তার

গ্লানি ছোটাবো

ভাঙ্গবো কপাট।

*

আমি

আবার

দৃড়তার

মন বাধাবো

যাবেনা লোপাট।

Rose

আমি

এবার

মাঝপথে

নেবনা এসে

একটু বিশ্রাম।

*

আমি

আবার

রাজপথে

ঝরাবো এসে

রক্ত অবিরাম।

Rose

আমি

এবার

পাথারেই

দূর্গ বানাবো

নেই পরাজয়।

*

আমি

এবার

আধারেই

ফুল ফুটাবো

হবেই বিজয়।

Rose

আমি

এবার

কালরাত

শেষে দেখাব

লাল সূর্যোদয়।

*

আমি

এবার

পাথারেই

দূর্গ বানাবো

হবেই বিজয়।

**********************************

অক্ষরবৃত্ত(২+৩+৪+৫+৬)

বিষয়: সাহিত্য

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File