বিশ্বাসীরা কখনো পরাজিত হয়না

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৭ অক্টোবর, ২০১৩, ০৮:৩৪:২৯ রাত

২০০৬ সালের ২৮ শে অক্টোবর উপমহাদেশের রাজনীতিতে একটি রক্তাক্ত কৃষ্ণদিন। এদিন পৃথিবীর কোলে নেমে এসেছিল বর্বর পাশবিকতা, যা মধ্যযুগীয় বর্বরতাকে ও অতিক্রম করেছিল। দিন টি আমাদের জন্য অনেক স্মরণীয় হলেও বরণীয় নয়। দিনের পর দিন চলে যায়, মাসের পর

মাস , বছর পেরিয়ে ফিরে আসে আবার আটাশ।

অক্টোবর এলেই মনে পড়ে ২৮ তারিখের কথা, যেদিন লোমহর্ষক লগী-বৈঠার তান্ডবে পল্টনের সন্মেলন থেকে শহীদের সন্মেলনে যোগদান করেন ইসলামী ছাত্র শিবির ও

জামায়াতে ইসলামীর কর্মীরা;যে সন্মেলনের ডাক দিয়েছিলেন

আরশের মহীয়ান প্রতিপালক।ঘটনার সাত বছরেও রক্তাক্ত সেই আটাশের কোন বিচার বা তদন্ত হয়নি,বিচারের বানী চিৎকার করে কাদছে আমাদের চেতনার মানসপটে,হৃদয়ের

ক্যানভাসে আরও কাঁদছে নিস্তব্দ নিভৃত পল্লীতে। স্বজন হারানোর বেদনায় হাহাকার করছে শহীদের পরিবার, চোখের পানিতেই তারা পরোয়ারদেগারের কাছে আজও বিচার

প্রার্থনা করে যাচ্ছে। শহীদের সাথীরা তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আজ ও চালিয়ে যাচ্ছে জান্নাতে তাদের

সাথে মিলিত হওয়ার আশায়। শহীদের যে মিছিল টি আরশ

পানে ছুটে চলেছে প্রতিনিয়ত তাদের সাথে যোগ দিচ্ছে হাজারো সাথী। পৈশাচিক এ হত্যযজ্ঞের বিচার পৃথিবীতে না হলে ও আল্লাহর আদালত থেকে অপরাধীরা পালাতে পারবে না।

সেদিন আজকের দায়িত্বরত বিচারকরাও দায়িত্ব অবহেলার

কারনে অপরাধীর কাঠগড়াতে দাড়াতে হবে। ইসলামী আন্দেলনের কর্মীরা কখনো পরাজিত হয়না।

সফলতা-ব্যার্থতা কখনো মূল বিষয় হতে পারেনা। আল্লাহর সন্তোষ অর্জন ই হলো আমাদের একমাত্র লক্ষ্যবস্তু। শহীদের প্রতি ফোটা তাজা রক্ত তাগুতের সর্বগ্রাসী ষড়যন্ত্রের

মোকাবেলায় আমাদের আগামীর পথচলাতে অনিবার্য বিজয়ের

হাতছানি।বিজয় সুনিশ্চিত; আমরা কখনোই পরাজিত হবোনা ।

ইনশাআল্লাহ.....

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File