একটি মৃত্যুঃ পারিবারিক কবরস্থানে আরেক জন নতুন সদস্য
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৫ অক্টোবর, ২০১৩, ১২:৫১:২১ দুপুর
ঈদের ছুটিতে গ্রামের
বাড়ী যাওয়া! গ্রামের
বাড়ী যাওয়ার অনুভূতিটাই
থাকে আলাদা ।হাসি মনে গেলাম
কিন্তু ফিরলাম শোকার্ত আর
বেদনাহত হৃদয় নিয়ে।
আমাদের যৌথ পরিবারের একজন
প্রবীনা সদস্যকে হারালাম ঈদের
দ্বিতীয় দিন ।
বয়স পচাশির মত,আমাদের দাদাদের
বড় বোন,যিনি ছিলেন
চিরকুমারী,শারীরিক
প্রতিবন্ধী হওয়ার
কারণে তিনি সারাজীবন এ
বাড়ীতেই ছিলেন। একজন
নারী হিসেবে স্বামী, ঘর-সংসার,
ছেলে মেয়ে কিছুই ছিলনা তাঁর। গত
রমজানের ঈদেও উনাদের আরেক বোন
কবর বাসী হন ।আব্বুর
কাছে শুনেছি আমাদের বড় আম্মাও
(দাদার মা)নাকি ঈদের দিনেই
পরলোক গমন করেন । আমাদের
পরিবারে নাকি আগে থেকেই ঈদের
দিন মারা যাওয়ার একটা ইতিহাস
আছে ।শারীরিক উচ্চতায় অনেক ছোট
বলে আমরা ছোট
দাদী বলে ডাকতাম। অনেক
রসিকতা করতাম,উনিও অনেক রসিক
ছিলেন ।
সব সময
ঢাকা আসতে দোয়া করে দিতেন ।
মাথায় হাত
বুলিয়ে বুলিয়ে বলতেন“আল্লাহ
হায়াত দারাজ করুক‘ আমার
জানাজা পড়ার তৌফিক দিক“আমার
কবর জিয়ারত করার তৌফিক
দিক“বিদ্যা বুদ্ধি বাড়ায় দিক,বড়
আলেম বানাইয়া দিক,ইত্যাদী ।
এবার বাড়ী থেকে ঢাকায়
চলে আসলাম ঠিক তবে কেউ মাথায়
হাত বুলিয়ে দিলনা,একটু
দোয়া করে দিলনা, ভাবতেই মনের
অজান্তে চোখের
কোনে নেমে আসে দু ফুটা অশ্রু,বুকের
ভিতর চিন চিন করে উঠে । বেদনা হত
আর শোকার্ত
করে চলে গেলে তুমি ছোট দাদী ।
তোমার মত মহিয়সী নারী,
আবেদা সমাজে বিরল।
তুমি সুখে থাক,শেষ নিঃশ্বাস
ত্যাগের পর যে হাস্যজ্জল
চেহারা নিয়ে তুমি আমাদের
বিদায় দিয়েছ,কোন মৃত ব্যক্তির এমন
হাস্যজ্জল চেহারা এর
আগে কখনো সচক্ষে দেখিনি ।
সুখে থাক তুমি ,আমাদের
ক্ষমা করে দাও..............................।
ছবিঃ(ঢাকা আসার আগের দিন এই
তাজা কবরটিতেই ছোট
দাদীকে নিজ হাতে দাফন
করে এসেছি)https://m.facebook.com/photo.php?fbid=1412147185681986&id=100006601540227&set=a.1392279177668787.1073741827.100006601540227&refid=17" />
বিষয়: বিবিধ
১৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন