@জীবন্ত কীংবদন্তী তিনি হৃদয়ের তাজ@

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৫:৩৩ রাত

*



এক কীংবদন্তীর কথা করব বর্ণনা

উনিশ শত ছেষট্টি সালের ঘটনা।

যিনি ছিলেন জ্ঞানের বিশাল সাগর

দেশটা ছিল তার পিরামিডের মিশর।

*

ক্ষমতায় ছিল তখন নাসের জামাল

গঠন করল সে অবৈধ ট্রাইবুনাল।

যেথা ছিলেন না তারা রাজাকার কোনদিন,

স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা অমলিন।

*

বানানো হল তাকে একজন রাষ্ট্রদ্রোহী

কোন কালে থামেনি তাদের জুলুমশাহী।

কারাগারে বহুদিন ছিলেন ইউসুফ নবী

যুগে যুগে এপথে চলেছে কত শশী-রবী!

*

তিন বছর বন্দী ছিলেন স্বয়ং রসুল

জটিল সমীকরন এতে নেই কোন ভুল।

একদা ইমাম আবূ হানীফা হলেন জেলে বন্দী

খাবারে বিষ মিশিয়ে করলো তাকে হত্যার ফন্দি।

*

ফাঁসির মঞ্চে জীবনের গান গেয়েছিলেন যিনি

আবুল আ’লা নাম তার মওদূদী নামেই চিনি

কোরানে আল্লাহ বলেন তারা অপরাধী ঠিক

ইল্লা আইয়ুমিনূ বিল্লাহিল আজীজিল হামিদ।

*

পঁচিশে আগষ্ট যখন হল বরাবর

সাইয়্যেদ কুতুবের মৃত্যুদন্ড হল কার্যকর।

মরে ও তিনি হলেন অমর আজ

জীবন্ত কীংবদন্তী তিনি হৃদয়ের তাজ।

*

এমন ঘটনা যদি আমার দেশেও ঘটে

চুড়ান্ত বিজয় একদিন আসবেই বটে।

বিষয়: বিবিধ

১৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File