শহীদ আব্দুল মালেকঃ হৃদয়ের ভালোবাসায় সিক্ত এক জীবন্ত কিংবদন্তী
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৪ আগস্ট, ২০১৩, ১১:৩০:০৭ রাত
মাসের পর মাস পেরিয়ে ফিরে আসে আগষ্ট। উপমহাদেশের ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রসেনানী শহীদ আবদুল মালেক এ মাসের ১৫ তারিখ, ১৯৬৯ সালে শহীদের সন্মেলনে যাত্রা করেন। যে সন্মেলনের ডাক দিয়েছিলেন আরশের মহীয়ান প্রতিপালক।
খোকসাবাড়ির(ধূনট,বগুড়া) হতদরিদ্র পরিবারের সন্তান আবদুল মালেক ছিলেন অদম্য মেধাবী। অবর্ণনীয় কষ্ট আর অপ্রতিরুদ্ধ বাঁধার প্রাচীর জয় করে বরাবর ই উজ্জল মেধার স্বাক্ষর বহন করে চলতে থাকে তাঁর অপার সম্ভাবনাময় শিক্ষা জীবন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজশাহী বোর্ডে যথাক্রমে
একাদশ(অংক ও রসায়নে লেটারসহ) ও চতুর্থ স্হান( দুই বিষয়ে লেটারসহ) অর্জন করেন তিনি। এরপর প্রচ্যের অক্সফোর্ড খ্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৫-১৯৬৬ শিক্ষাবর্ষে ভর্তি হন। দারিদ্র তাকে দমাতে পারেনি উচ্চ শিক্ষা থেকে।
৬৯ এর ১২ ই আগষ্ট শিক্ষা ব্যবস্থার আদর্শিক ভিত্তি কি হবে, তা নিয়ে টি.এস.সি তে জনমত জরিপের আয়োজন করা হয় ।
সেখানে তিনি ক্ষুরধার যুক্তি দিয়ে ইসলামী শিক্ষার অপরিহার্যতা প্রমাণ করেন। তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো প্রকৃত শিক্ষা ব্যবস্থা। যার মাধ্যমে সত্যিকার শিক্ষিত মানব জাতি প্রতিষ্ঠা করা সম্ভব।যুক্তি ও বাস্তবতার লড়াইয়ে পরাজিত বাম ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন গংদের নেতৃত্বে আক্রমন চালায় ছাত্রদের ওপর । সকল সংগীকে নিরাপদে বিদায় দিয়ে শহীদ আব্দুল মালেক সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাবার পথে লোহার রড ও হকিষ্টিক নিয়ে তার ওপর ঝাপিয়ে পড়ে নর পিশাচরা । রক্তাক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সেরা ছাত্র আব্দুল মালেক । তিনদিন পর ১৫ আগষ্টে ................একাধারে তিনি ছিলেন প্রখর মেধাবী, নিরহংকার, বিনয়ী, ত্যাগী,মিষ্টভাষী, সঠিক নেতৃত্ব দানের দূর্লভ যোগ্যতার অধিকারী ও প্রেরনাদায়ী আবদুল মালেক। তিনি আমাদের অনুপ্রেরণার মধ্যমণি। যুগ থেকে যুগানত্মরে হৃদয়ের ভালোবাসায় সিক্ত এক জীবন্ত কিংবদন্তী হয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন তিনি।
শাহাদাতের পূর্বে শহীদ আবদুল মালেক ভাইয়ের নিজ হাতের লেখাটি পড়ুন।
শহীদ আবদুল মালেক ভাই সম্পর্কে আর ও জানতে পড়ুন
০১.শহীদ আব্দুল মালেক ভাইয়ের সংক্ষিপ্ত জীবনীঃ
০২.১২ আগস্ট কালের অন্যতম শ্রেষ্ঠ সন্তান আবদুল মালেক নির্মমভাবে প্রহৃত ও মারাত্মক জখম হন
০৩.আপনি জানেন কি? ১৫ আগষ্ট ইসলামী শিক্ষা দিবস।
বিষয়: বিবিধ
২৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন