অবার আসবে বালাকোট----------আসাদ বিন হাফিজ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১০ মে, ২০১৩, ০৯:০১:০২ রাত
অবার আসবে বালাকোট
ব্রেলভীরা জাগবেই
আবার ছুটবে ঘোড়া
পথে প্রান্তর
আবার উড়বে ধূলো
চমকাবে শমশির
মায়েরা প্রার্থনায়
তুলবে দু‘হাত
বধুরা সেজদায়
আনত হবে
আবার বাধবে লড়াই,
মুজাহিদ লড়বেই
আবার প্রভাত হবে
খুন ঝরবে
ফুল ফুটবে
নিশান উড়বে
জেহাদ জেহাদ রবে
মুখরিত হবে দশ দিক
পথে পথে দুশমন
বেরিকেড দেবে
গুপ্তঘাতকের দল ওঁৎ পেতে
ছুড়বে গোপন বান
গ্রেনেড ছুড়বে
বাড়ী পুড়বে
পাড়া ঘুরবে
আমরা শুধু বেকুবের মত
ঢেলে যাবো খুন, না,না,
তা হবে না-
এবার আমরাই হবো
দুরন্ত ঈগল
দুরন্ত অশ্ব হবো
চৌকস যোদ্ধা হবো
আমাদের রণ কৌশল
ও অবিশ্বাস্য
ক্ষিপ্রতায়
স্তম্ভিতে হবে
আজদাহা দুশমন
অস্ত্রের আঘাতে দেব
অস্ত্রের প্রত্যঘাত
বুদ্ধির বদলে দেবো
মেধার চমক
ঠোটের জবাব দেবো
ঠোট দিয়ে,আর
কলমের জবাব
দেবো সিদ্ধ কলমে ।
আবার আসবে বালাকোট
আসবে জিহাদ
আবার গ্রেনেড ফুটবে
বুলেট ছুটবে
আবার উড়বে ধুলো
বাধবে লড়াই
অবার
খুন ঝরবে
ফুল ফুটবে
অবার প্রভাত হবে
নিশান উড়বে
জেহাদ জেহাদ রবে
মুখরিত হবে দশদিক।
বিষয়: সাহিত্য
২৫৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন