সোনালী দিনের গল্প-২
লিখেছেন লিখেছেন আলোকিত ভোর ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৯:২০ সন্ধ্যা
মদীনার এক পল্লী । তখন রাত ।
খলীফা উমর (রা) নাগরিকদের অবস্থা জানার জন্যে মদীনার রাস্তায় ঘুরছিলেন । হঠাৎ এক বাড়ীতে এক বৃদ্ধা ও তাঁর কন্যার কথোপকথন শুনে দাঁড়ালেন । কান পাতলেন তিনি । বৃদ্ধা মেয়েকে বলছেন, "মা, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না? তাহলে আমাদের অবস্থা আরও স্বচ্ছল হয়।"
কন্যা তার উত্তরে বললো, "তা কি করে হয়, মা । খলীফার হুকুম, কেউ দুধে পানি মেশাতে পারবে না।"
বৃদ্ধা বললো, "হোক না খলীফার আদেশ, কেউ তো আর দেখছে না।"
কন্যা প্রতিবাদ করে বললো, "না মা তা হয় না । প্রত্যেক বিশ্বাসী মুসলমানের কর্তব্য খলীফার আদেশ মেনে চলা । খলীফা না দেখতে পান কিন্তু আল্লাহ তো সর্বব্যাপী, তাঁর চোখে ধুলো দেব কি করে?"
খলীফা উমর (রা) দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন । এরপর তিনি বাড়ীতে ফিরে এলেন ।
তিনি ঘটনাটা ভুলতে পারলেন না । ভাবলেন, অজানা ঐ মেয়েটিকে কি পুরস্কার দেয়া যায় । অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলেন ।
পরদিন দরবারে এসে খলীফা সেই অজানা মেয়েটিকে ডাকলেন । আহুত হয়ে মা ও মেয়ে ভীত সন্ত্রস্ত ও কম্পিত পদে খলীফার দরবারে এসে উপস্থিত হলো ।
তারা উপস্থিত হলে খলীফা তাঁর পুত্রদের ডাকলেন । পুত্রদের নিকট গত রাতের সমস্ত বিবরণ দিয়ে তিনি তাদের আহ্বান করে বললেন, "কে রাজী হবে এই কন্যাকে গ্রহণ করতে? এর চেয়ে উপযুক্ত কন্যা আর আমি খুঁজে পাইনি।"
পুত্রদের একজন তৎক্ষণাৎ রাজী হলো । কন্যাও সম্মতি দিল । খলীফার ছেলের সাথে বিয়ে হয়ে গেল মেয়েটির।
মূল : আমরা সেই সে জাতি
- আবুল আসাদ
বিষয়: বিবিধ
১৫৪২ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটু খানি বসে যান
আলোর আভা বুবুজান
আমার আল্লাহ আমাকে দেখছেন।
যাজাকিল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন