সোনালী দিনের গল্প-১
লিখেছেন লিখেছেন আলোকিত ভোর ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১১:৪৭ সকাল
এই সেই শাসক যিনি বলেছিলেন, ফোরাত নদীর তীরে একটি কুকুর ও যদি না খেয়ে মারা যায় তাহলে এই ওমর কে কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট জবাব দিতে হবে। যারা ইসলামী শাসন ব্যবস্থাকে বর্বর ও মধ্যযুগীয় শাসনব্যবস্থা বলে অপপ্রচার চালিয়ে থাকেন, তারা মানব সভ্যতার ইতিহাসে ওমরের মত অন্য একজন শুধুমাত্র একজন শাসকের দৃষ্টান্ত পেশ করে দেখাক -
হযরত উমর (রা) তখন খলীফা। খলীফা উমর (রা) এর বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি পানির কূপ। খলীফার সাক্ষাৎপ্রার্থী একজন লোক দেখলেন, খলীফা কূপ থেকে পানি তুলছেন। শুধু পানি তোলা নয় , আগন্তুক বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন, পৃথিবীর শাসক উমর, পারস্য ও রোম সাম্রাজ্য পদানতকারী উমর (রা) সেই পানি ভরা কলসি কাঁধে তুলে নিলেন। আগন্তুক আর স্থির থাকতে পারলেন না। তিনি দ্রুত খলীফার নিকটে গেলেন। একজন অপরিচিত লোককে দেখে হযরত উমার (রা) বললেন, “ভাই, আপনার কি কোন কথা আছে, বলবেন আমাকে ?”
লোকটি বললেন, “হে আমিরূল মুমিনীন, যদি দিয়া করে কলসটি আমার কাঁধে দিতেন।”
হযরত উমর (রা) যেতে যেতেই বললেন, “আমার ছেলে মেয়ের খাদ্য পানীয় সংগ্রহের মাধ্যমে পুণ্য সঞ্চয় করা কি আমার উচিত নয়? আচ্ছা, এছাড়া কি আপনি আর কিছু বলবেন ?”
আগন্তুক লোকটি বললেন, “আপনার এই অবস্থায় বলার মত কোন কথা আমার মনে আসছে না। আগে বাড়ি চলুন। তারপর বলব। আমি আপনাকে অপেক্ষা করতে বলব, আপনি কাঁধে বোঝা নিয়ে আমার কথা শুনবেন, এটা হতে পারে না”।
আগন্তুকের কথা শুনে উমর থমকে দাঁড়ালেন। বোধ হয় ভাবলেন, আমি আমার নিজের কাজ করছি, এ কাজের অজুহাতে আগন্তুককে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না। তিনি কাঁধ থেকে কলসি নামিয়ে জানুর উপর রাখলেন। তারপর বললেন, “বলুন, আপনার কথা।”
আগন্তুক ভীষণ বিব্রত বোধ করলেন, তার কথা শোনার জন্য আমিরুল মুমীনীন এভাবে কষ্ট করবেন। কলসি মাটিতে নামিয়ে রাখলে তবু কিছুটা কষ্টের লাঘব হয় তাঁর। তিনি খলীফাকে নিবেদন করলেন, “জানুর উপর কলস রেখে কথা শুনতে আপনার কষ্ট হবে। কলসটি দয়া করে মাটিতে নামিয়ে রাখুন।”
খলীফা বললেন, “তা কি করে হয় ভাই? কলসির তলা ভিজা। এ জমিটি আমার নয়, ভিজা কলসির তলায় লেগে অন্যের জমি আমার বাড়িতে চলে গেলে, আমি কি জওয়াবদিহি করব ?”
লোকটি বলল, “আমার জিজ্ঞাসার জবাব আমি পেয়ে গেছি, আপনি দয়া করে যান।”
উমর (রা) বললেন, “বুঝলাম না, বুঝিয়ে বলুন।”
লোকটি বলল, “ইয়া আমিরুল মুমিনীন, আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম, বর্তমান জরীপে অন্যের জমির কতকাংশ আমার জমির সাথে উঠে এসেছে। তা আমার জন্য হালাল কিনা?"
মূল : আমরা সেই সে জাতি
- আবুল আসাদ
বিষয়: বিবিধ
২৮৬৯ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ।
তুমি জদি যান তাহলে বল সবারি উপকার হবে ইনশাআল্লহ।
এমন যদি হতো আমার দেশের শাসক হতো
ওমর এর মতো হতো,
আবু বকর এর মতো ।
জনগণের খোজ-খবর নিত রাত-দুপুরে ,
ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে ,
আমার দেশের মা-বোনেরা লাঞ্চিত হতো না ,
আমার দেশের কৃষক-শ্রমিক বঞ্চিত হতো না ......
ধন্যবাদ
খলিফা ওমরের মত।
মন্তব্য করতে লগইন করুন