হানযালা রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহভীতি
লিখেছেন লিখেছেন আলোকিত ভোর ৩১ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৮:৫২ দুপুর
হানযালা ইবনু রুবাই আল-উসাইদী রাদিয়াল্লাহু আনহু হ’তে বর্ণিত, তিনি বলেন, 'একদিন আমি কাঁদতে কাঁদতে রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবার অভিমুখে যাচ্ছিলাম। পথিমধ্যে আমার সাথে আবুবকর রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষাৎ হ’ল। তিনি বললেন, 'কি হয়েছে হানযালা?'
আমি বললাম, 'হানযালা মুনাফিক হয়ে গেছে।'
তিনি বললেন, 'সুবহানাল্লাহ্! বল কি হানযালা?'
আমি বললাম, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট থাকি, তিনি আমাদের জান্নাত ও জাহান্নাম স্মরণ করিয়ে দেন, তখন যেন সেগুলো আমরা স্বচক্ষে দেখতে পাই। কিন্তু আমরা যখন রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট থেকে বের হয়ে আসি এবং স্ত্রী-সন্তান ও ক্ষেত-খামারে ব্যস্ত হয়ে পড়ি, সেসবের অনেক কিছুই ভুলে যাই।'
তখন আবুবকর রাদিয়াল্লাহু আনহু বললেন, 'আল্লাহর কসম! আমরাও এরূপ অবস্থার সম্মুখীন হই।'
অতঃপর আমি ও আবুবকর রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটে গেলাম। রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দেখে বললেন, 'তোমার কি হয়েছে হানযালা?'
আমি বললাম, 'হে আল্লাহর রাসূল! হানযালা মুনাফিক হয়ে গেছে।'
তখন রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'এ কেমন কথা?'
আমি বললাম, 'হে আল্লাহর রাসূল! যখন আমরা আপনার নিকটে থাকি এবং আপনি আমাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন, তখন যেন আমরা তা স্বচক্ষে দেখতে পাই। কিন্তু যখন আমরা আপনার নিকট থেকে বের হয়ে আসি এবং স্ত্রী-সন্তান ও ক্ষেত-খামারে ব্যস্ত হয়ে পড়ি, তখন সেসবের অনেক কিছুই ভুলে যাই।'
রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'যাঁর হাতে আমার জীবন তাঁর কসম, যদি তোমরা সর্বদা ঐরূপ থাকতে, যেরূপ আমার নিকট থাক এবং সর্বদা যিকির-আযকারে ডুবে থাকতে, নিশ্চয়ই ফেরেশতাগণ তোমাদের বিছানা ও রাস্তায় তোমাদের সাথে মুছাফাহা করতেন। কিন্তু কখনও ঐরূপ, কখনও এরূপ হবেই হে হানযালা! এটা তিনি তিনবার বললেন’
(মুসলিম ,তিরমিযী , মিশকাত )
বিষয়: বিবিধ
১৬৭৯ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই
|| জবাব নেই || খুব
সুন্দর
এই জাতীয় লেখা আরও বেশি বেশি লিখুন।
মসজিদ হতে বের হয়ে আরো দু বাংলাদেশীর সাথে দেখা ও কথা বলছিলাম। কিছুক্ষনের মধ্যেই আমরা দুনিয়াবী আলোচনায় চলে গেলাম। তারপর পরই একজন বললেন - আমি ১০/১৫ আগেই কাদছিলাম - অথচ এর মধ্যেই ভুলে গেলাম।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন