গোল গোল

লিখেছেন লিখেছেন লাগারেকাডিরা ০৬ জুলাই, ২০১৪, ০৭:০৮:২০ সকাল

আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টারদের কে বলছি।

সবাই খুব খুশি, তাই না?

দল জিতছে।।।

তবে ব্রাজিলের সাপোর্টারদের মন খারাপ, কারো কারো চোখে পানি!!!!!

কারন নেইমারের ভার্টিব্রা বাংছে।

মেসির এমন হলে, আর্জানটিনা র সাপোর্টার দের ও এক ই অবস্থা হইত।

হে ভাই TV পর্দা থেকে একটু চখটা সরান, ৫ মিনিটের জন্য চখটা বন্ধ করুন, একটু মনে করুন ফিলিস্তিনিদের কথা।

আপনি যখন গোল গোল বলে আকাশ প্রকম্পিত করছেন, তখন অসং্খ্য মা আহাজারি করছে তার সন্তানের লাশ নিয়ে, অসং্খ্য বোন ভাই হারানোর আর্তনাদে পৃথিবী ভারি করে তুলছে। অসং্খ্য ভাই চখের পানি ফেলছে, কারন তার বোনকে ধরে নিয়ে গেছে ইহুদী সেনারা।

তাই ভাইয়েরা আমাদের মনে রাখা উচিৎ:

যেই কন্ঠ তার মায়ের আহাজারিতে প্রকম্পিত হয় না, মেসির উল্লাসের সাথে একাকার হয়ে যায়।

যেই চোখ ভাইয়ের কস্টে বোনের ইজ্জতের ভয়ে অশ্রু শিক্ত হয় না, নেইমারের কোমর ব্যাথায় আশ্রুর বন্যা বসায়।

সেই চোখ,

সেই কন্ঠ

কোন মুসলমানের হতে পারে না।

জনাবে মোহাম্মাদুররাসুলুল্লাহ (সHappy বলেন

সকল মুসলিম একটি দেহের মত, যদি দেহের এক অংশে ব্যাথা অনুভূত হয়, তাহলে দেহের অন্যান্য অংশ তাতে আক্রান্ত হয়” (মুসলিম)

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File