হেফাজতকে নিয়ে জামাতের নতুন ষড়যন্ত্র
লিখেছেন লিখেছেন লাগারেকাডিরা ৩১ মে, ২০১৩, ১১:০৩:০৫ রাত
গত নির্বাচনের আগে একদল ঈমানদার দ্বীনের কর্মীরা পথে পথে তাঁদের দ্বীনের দায়িত্ব পালন করেছেন।
কি দায়িত্ব ?
জামাতের চাইতে আওয়ামিলীগ ভালো, জোটের চাইতে আওয়ামিলীগ ভালো, অতএব, আওয়ামিলিগ কে ভোটদিন।
স্বরণকালের বৃহত্তম লংমার্চ যেখানে সারা বাংলার মুসলিমরা জমায়েত হয়েছিল, শাফি হুজুরের ডাকা লংমার্চ, মুসলিম জাতি যেখানে ঐক্যের দিকে, সমালোচিত করে বিভক্তির দিকে ঠেলে দিয়েছেন এই ভাইয়েরা। তারা বলেছেন বক্তৃতার মঞ্চে বিএনপি, জামাত, জাতীয় পার্টির নেতারা থাকতে পারলো, কিন্তু আমার নেতা কেন থাকতে পারলো না?
যদিও জামাতের কেউ ছিল না।
সেই ভাইদের মুখে এক সময় শুনতাম,
জামাতের কেউ যদি মারা যায় ,
তারপর তাঁকে যদি কবর দেয়া হয়,
সেই কবরে যদি ঘাস উঠে,
সেই ঘাস যদি কোন গরু খায়,
সেই গরুর গোস্ত খাওয়া হারাম।
আজ সেই দলের একটা পেইজে দেখলাম হেফাজতকে নিয়ে জামাত শিবিরের নতুন ষড়যন্ত্র।
জামাত শিবির নাকি হেফাজতের নামে পোষ্টার লাগাচ্ছে।
প্রথম কথা হচ্ছে, যদি জামাত এইকাজ করে থাকে তবে কেন হেফাজত তাঁর প্রতিবাদ করলো না ?
যদি করেও থাকে তবে,সেই রাতে হেফাজতের মুজাহীদদের উপর যেই গনহত্যা চালানো হয়েছে তা মানুষকে জানানো কি অপরাধ ?
তাহলে কি আমরা মনে করবো সেই ভাইয়েরা এই ঘটনা ধামাচাপা দিতে চায়।
শাফি হুজুরের ডাকা লংমার্চ, যা সফল হয়েছিল সারা বাংলার মুসলিমদের অংশগ্রহণে।
সেই লংমার্চের ষ্টেজে উঠতে দেওয়া হয়নি পীর সাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম সাহেবকে, তাঁকে নাকি বলা হয়েছিল আপনি আওয়ামিলীগের দালালী করেন।
কথা ঠিক না বে-ঠিক যেমন একটি প্রশ্ন, তেমনি উপরে উল্লেখিত ঘটনা গুলোও কিছু প্রশ্নের জন্ম দেয়।
সম্মানিত পাঠকবৃন্দ, গাজি সালাহ উদ্দিন খৃস্টানদের বিরুদ্ধে যত যুদ্ধ করেছিলেন তাঁর চাইতে বেশি যুদ্ধ করেছিলেন কিছু মুসলিম রাজাদের বিরুদ্ধে। তা না হলে হয়ত আজ সমগ্র ইউরোপে ইসলামের পতাকাই উড়ত।
বালাকোটের ময়দানে অসংখ্য মুজাহিদকে শহীদ করা হয়েছিল, তাঁর জন্য শত্রুরা যতনা দায়ী তাঁর চাইতে বেশী দায়ী ছিল কিছু মুসলিম ও মাসজিদের ইমামরা।
সালাহ উদ্দিন আইয়ুবীর শত্রুদের সাথে যারা হাত মিলিয়েছিল,
ইমাম ব্রেলভির শত্রুদের সাথে যারা হাত মিলিয়েছিল,
বাংলাদেশে পীর সাহেব চরমোনাই মুফতি রেজাঊল করিম এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কি তাঁদেরই কেউ?
এই প্রশ্নের উত্তর পেতে হয়তো সময়ের প্রয়োজন।
তবে ইমাম ইবনে তাইমিয়ার একটি কথা উল্লেখ করা যায়,
কোনটি সঠিক ইসলামী দল কিভাবে বুঝব?
ইসলামের বিরোধীরা যেই দলের প্রতি বেশী কট্টর সেই দল।
বিষয়: বিবিধ
২১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন