এই সরকার নারীদের জন্য যা করেছে তা আর কেউ করেনি - চুমকি

লিখেছেন লিখেছেন এম আর সুমন ১৯ আগস্ট, ২০১৩, ০৮:১৯:৪৮ রাত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, এ সরকার নারীদের জন্য যা করেছে তা আর কেউ কখোনো করেনি।



আমি ভাবলাম কথা তো অবশ্যই সত্য।

তিনি আরো বলেন, এর সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অবশ্যই একথাও সত্য।

তিনি বলেন, তবে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত করতে কিছু সমিতি ধর্মের অপব্যাখ্যা করে নারীদের চার দেওয়ালে বন্দি করতে চাইছে।



বেশি দেরি করার দরকার নাই, নারীদের জন্য এ সরকার কি কি করছে তার একখার পরিসংখ্যান এখন বাতাসে ভাসতেছে। এ সরকার এর আমলে ৫ হাজারেরও বেশি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে।



সেই পুরোনো কথায় গেলাম না, শুধ আজকে ১৯ -০৮-১৩ শহীদ মিনারে নারী শিক্ষিকাদের সাথে বর্তমান সরকারের আচরনগুলো দেখে নেয়া যাক। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমনন্ত্রীর মতে যার পুরো কৃতিত্ব এই সরকারের। বাকি কথা ছবিগুলোই বলে দিবে।



লিংক ফিংক চাইয়েন না, আগামী কাল প্রায় সব পত্রিকায়ই ছবিগুলো পাবেন।





বিষয়: বিবিধ

১৭০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File